- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপানঃ ব্লগের রানী ছুটি নিচ্ছেন

বিষয়বস্তু: জাপান, তাজা খবর, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, যুবা, শিল্প ও সংস্কৃতি

গ্রাভ্যুর আইডল [1] (জাপানী বিকিনি মডেল), ট্যালেন্টো [2] (মিডিয়া ব্যক্তিত্ব) আর ব্লগের রানী ওয়াকাতসুকি চিনাতসু [3] (若槻千夏 [4]) গতকাল ঘোষনা করেছেন [5] যে তিনি ব্লগিং থেকে কিছুদিন দূরে থাকবেন। ওয়াকাতসুকির অফিসিয়াল ব্লগ “মাবুদুফু ওয়া নোমিমোনো দেসু [6]” (জাপানী ভাষায়) বিখ্যাত লোকদের আর তার নিজের প্রেম-জীবন সম্বন্ধে [7] লেখার কারনে জনপ্রিয় হয়েছিল। অ্যামিবা [6] হোস্টিং সার্ভিসের অন্যান্য সাইট থেকে লোকে তার লেখাই অনেক বেশি পড়েছে। তার এই ব্লগ এ বছরের প্রথমে রেকর্ড করেছিল [8] যখন সেটিতে একদিনে ৭৫০০ মন্তব্য [9] এসেছিল।

তার আজকের ব্লগের শেষ লেখায় [10] তার প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার মন্তব্য এসেছে ভক্তদের কাছ থেকে (শেষ হিসাবে ৪৫০০ এর বেশী)। তিনি এতে লিখেছেনঃ

আমার মাথা এখন ঠিক মত কাজ করছে না আর আমার মনে হচ্ছে আমি লিখতে পারছি না, তাই আমাকে ব্লগিং থেকে ছোট একটা বিরতি নিতে দিন। যারা আমার সামনের ব্লগের অপেক্ষায় আছেন (আর যারা নেই তাদের প্রতিও), আমি সবার কাছে দু:খিত। আমাকে দয়া করে সময় দিন।

গতকাল (২৬শে নভেম্বর) সকাল ৮টায় লেখাটা দেয়া হয়েছে আর সাথে সাথে ভক্তদের প্রতিক্রিয়া জানা যাচ্ছিল। হিয়োকো নামক একজন লেখক প্রথম মন্তব্য করেছেনঃ

ঠিক আছে! আমি অপেক্ষা করবো!

“ আমি বুঝতে পারি” নামক মন্তব্যে নাও-সান নামে একজন কিছু পরামর্শ দিয়েছেনঃ

বিশ্রাম নিন আর আরাম করেন ♪

তার একটু পরেই আ-সান মন্তব্য করেছেনঃ

এমন সময় আসে, তাইনা। একটা সময় যখন মানুষের বিশ্রাম নিতে হয়। তাই দয়া করে বিশ্রাম নেন আর আরাম করেন।

সকাল ৮টা ১৫ তে মায়ুমায়ূ লিখেছেনঃ

চায়না-চ্যান, তুমি কি ঠিক আছো? আমি বুঝতে পারি! আমি অপেক্ষা করবো কিন্তু আমি সত্যি তোমার বিষ্ময়কর ব্লগকে ভালোবাসি, তাই বেশিদিন অপেক্ষা করিওনা। মজা করছিলাম। আমি একজন ভক্ত, তাই আমি অপেক্ষা করবো।

সকাল ৮টা ১৬ তে মাও তার মন্তব্য “আমি সত্যি চায়নাতসু-সানকে পছন্দ করি” তে লিখেছেনঃ

আমি এটার অভাব বোধ করবো, কিন্তু আমি বুঝতে পারছি। আমি আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষা করবো! তোমার ব্লগ ১ নম্বর। আমার মনে হয় আমি তোমার সাথে যুক্ত, তাই আমার এখন একা লাগছে। কিন্তু তুমি আবার যখন তোমার মতো করে ব্লগ করতে পারবে ততোদিন আমি অপেক্ষা করবো। তুমি না লিখলেও আমি তোমাকে সমর্থন করি। আর নিজেকে বেশী কষ্ট দিও না!

পরের মিনিটে তেন্টোমুশি ব্লগের রানীকে সুপ্রভাত জানিয়েছেনঃ

চি-চান এর আত্মার একটু বিশ্রাম ♪। এটা খুব জরুরী। আমি সব সময় চিন্তা করি যে তুমি যেহেতু খুব ব্যস্ত থাকো তাই ব্লগে লেখা নিশ্চয় অনেক কঠিন। আমিও ব্লগে লিখি তাই আমি বুঝতে পারি! বিশ্রাম নাও আর রিল্যাক্স করো আর তোমাকে তো টেলিভিশনেও দেখা যাবে। তাই আমি ঠিক থাকবো। তুমি আবার যখন লিখবে সেই দিনের জন্য আমি অপেক্ষা করবো।

অনেক ভক্ত বিভ্রান্তি প্রকাশ করেছে। পরের মিনিটে একজন মন্তব্য করেছেনঃ

কি হলো? আমি সত্যি বুঝতে পারছিনা, কিন্তু আপনি আপ্রান চেষ্টা করেন! আমি সবসময় আপনাকে সমর্থন করবো!! আপনার ফিরে আসার অপেক্ষা করবো।

সকাল ৮টা ২০ এ আর একজন কিছু পরামর্শ দিয়েছেনঃ

ব্লগাররা স্বাধীনভাবে ব্লগ করতে পারেন। আমার মনে হয়না আপনার জোর করে লেখা উচিত। দয়া করে বিশ্রাম নেন আর রিল্যাক্স করেন আর তার পরে আপনি আবার চায়না-চ্যান স্টাইলে লিখতে পারবেন। আমি অপেক্ষা করবো।

অনেক ভক্ত চিন্তিত হয়ে পড়েছেন যে কি হলো। একজন লিখেছেনঃ

আমি খুবি চিন্তিত। যদি… আপনার করার মতো অনেক কিছু থাকে, আমি শুনেছি যে কাগজে কি কি করতে হবে তা লিখে রাখা ভালো। আপনি বিশ্রাম যখন শেষ হবে তখন আবার লিখবেন ব্লগে।

কিছুক্ষন পরে সেসুকু নামে একজন মন্তব্য করেছেনঃ

এটা আমার প্রথম মন্তব্য। আপনার ব্লগ আমাকে সব সময় সাহায্য করে। এটা চিত্তাকর্ষক তাই আমাকে হাসায়… আমি লেখার ধরনটাও দেখি… আর মাঝে মাঝে গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে যা আমাকে অনুপ্রানিত করে! যত সময় লাগে নেন, আর সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসেন।

আরো অনেক অনেক মন্তব্য আছে। পুরোটা পড়তে (জাপানিতে) ওয়াকাতসুকি চিনাতসু এর ব্লগের মন্তব্যের জায়গাটি [11] পড়ুন।