দ্য ববসঃ আর বিজেতারা হলেন…

আপনি ব্যকুল হয়ে অপেক্ষা করেছেন, কম্পুটারের সামনে বসে থেকেছেন। হয়ত বার্লিনেও পৌছে গেছেন – হ্যা বার্লিন যেখানে ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হল ‘দ্য বব্‌স’ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান। দ্য বব্‌স (দ্য বেস্ট অফ দ ব্লগস) একটি প্রতিযোগিতা যার আয়োজক ডয়েশে উয়েলে ও সহ আয়োজক গ্লোবাল ভয়সেস অনলাইন। অনুষ্ঠানে বিজেতাদের নাম ঘোষনা করা হল – এ বছরের প্রথম স্থান অধিকার করে নিল বেলারুসের রাজধানি মিঙ্কস থেকে ২৩ বছরের উঠতি চিত্র সাংবাদিক জেনিয়া আউইমোভা।

জেনিয়ার ব্লগ ফটো গ্রিফানেউরেই (চিত্র পাগল) তুলে ধরেছে মিঙ্কসের জীবন যাত্রা, সাদা কাল ছবির মাধ্যমে। ক্রিসচিয়ান গ্রামস, ডয়েশে উয়েলের প্রোগ্রাম ডিরেক্টর, এই ব্লগের সম্পর্কে বলেনঃ “খুব অল্প কথায় এই ব্লগ বেলারুসের দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরেছে।” নিজের এই জয়ের কথা জানার পর জেনিয়া বলেন, ” বেলারুসে খুব বেশি সংবাদপ্ত্র বা মতামত প্রকাশের সুযোগ নেই। তাই আজকের যুবসমাজ ব্লগ লিখে নানান বিষয়ে তাদের ভাবনা চিন্তা প্রকাশ করছে।

এলাইভ ইন বাগদাদ, একটি সুপরিচিত ইরাকি ভিডিও ব্লগ পেল সেরা ভিডিওব্লগ সম্মান। সেরা ইংরেজি ব্লগ সম্মান পেল ভ্যলর আইটি, যা তাদের লেখার মাধ্যমে আহত আমেরিকান সৈন্যদের জন্য ল্যাপটপ কেনার ফান্ড তুলতে সাহায্য করে।

একটা স্পেসাল ‘রিপোর্টার উইথাওউট বর্ডার’ প্রাইজ দেওয়া হল নাম না জানা ব্লগার জটম্যান কে, যার ২০০৬ এর থাইলয়ান্ড ক্যু ও সাম্প্রতিক বার্মা কাভারেজ মেনস্ট্রিম মিডিয়াকে হার মানিয়েছে।

বিজেতাদের সম্পুর্ন লিস্ট নিচে দেওয়া হলঃ

সেরা ব্লগঃ ফটো গ্রিফানেউরেই

সেরা ভিডিওব্লগঃ এলাইভ ইন বাগদাদ

সেরা পডকাস্টঃ ডাই গেফুলস্কোনসের্ভ (জার্মান)

রিপোর্টার উইথাওউট বর্ডারঃ জটম্যান (থাইল্যন্ড/বার্মা)

সেরা ব্লগ আরবঃ আলজাযীরা টক

সেরা ব্লগ চাইনিজঃ লীয়ান ইউর দ্য এইটথ কনটিনেন্ট

সেরা ব্লগ ডাচঃ ফ্রাঙ্ক ওয়াচিং

সেরা ব্লগ ইংরেজিঃ ভ্যলর আইটি

সেরা ব্লগ ফঁরাসীঃ Actualités de la république démocratique du Congo

সেরা ব্লগ জার্মানঃ Behindertenparkplatz

সেরা ব্লগ ফার্সীঃ 35 Grad

সেরা ব্লগ পর্তুগীজঃ Blog do Tas

সেরা ব্লগ রাসিয়ানঃ /dev/karlson/mind.log

সেরা ব্লগ স্প্যানিশঃ A mis 95 años

সব মিলিয়ে ১০০,০০০ ইউজার রা ববস ওয়েবসাইট হিট করেছেন ৭০০০ নমিনেটেড ব্লগস এর মধ্যে তাদের প্রিয় ব্লগের জন্য ভোট দিতে এং এই বছরের ববস পুরস্কার সাফল্যমন্ডিত করতে। অতএব ব্লগারগন, টাইপ করতে শুরু করুন কারন পরবর্তি ববস আসতে আর মাত্র এক বছর বাকি আর আপনি ও আপনার ব্লগও তাতে অংশগ্রহন করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .