পুয়েরটো রিকোঃ পরিবেশবাদী আত্মসমর্পণ করেছেন

পুয়েরটো রিকান পরিবেশবাদী কমী টিটো কায়াক পালানোর চেষ্টা করার পর (যা টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত হয়েছিল) ১৪ নভেম্বর পুলিশের কাছে ধরা দিয়েছেন। এর আগে সান জুয়ানে তিনি ২০০ ফুট উঁচু একটা নির্মান ক্রেনের উপর ১ সপ্তাহ ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তিনি একটি বিতর্কিত বিলাসবহুল নির্মানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন যা পরিবেশবাদীরা মনে করেন যে সাধারনের ব্যবহার্য বেলাভুমির ক্ষতি করবে।

টিটো কায়েক (আসল নাম আল্বারতো দে জিসাস) এর লম্বা ইতিহাস আছে উচু জায়গায় স্টান্ট দেখানোর। ২০০০ এ নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির উপরে উঠে তিনি পুয়েরটো রিকান পতাকা উড়িয়েছিলেন। ২০০৫ এ ইউ এন এর অফিসের সামনের ইউ এন এর পতাকাকে পুয়েরটোরিকোর পতাকা দিয়ে তিনি পাল্টাতে চেয়েছিলেন। দুই বছর পর তিনি পশ্চিম তীরের ইজরায়েলী একটা টাওয়ার থেকে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছিলেন।

Tito Kayak escapes police

ছবির কপিলেফ্ট ইন্ডিমিডিয়াপিআর.অর্গ

ডোমানিকান ব্লগার ক্যাটারসিস ডায়ারিয়া লিখেছেনঃ

আর এই বিক্ষোভের আকর্ষণীয় বিষয় কি ছিল? তার পালানো – গ্রেফতারি পরোয়ানাসহ পুলিশকে পাশ কাটিয়েছিলেন তিনি দড়ি ব্যবহার করে দেয়াল বেয়ে নীচে নেমে তার পর কায়াক (এক ধরনের নৌকা) নিয়ে সান জুয়ানের লেক কোন্ডাডো সাতার কেটে পালিয়ে। এটি হলিউডের ছবির মতো ছিল আর তাই আমার বন্ধুরা যারা পুয়েরটো রিকান মজার ব্লগ ‘এল নামে'তে লেখে তারা একটি খবর তাকে উৎসর্গ করেছে এই বলে যে তারা তাকে পরবর্তী ব্রুস উইলিস বানাতে চায়।

ইন্ডিমিডিয়া পুয়েরটো রিকো টিটো কায়াকের পালানোর একটা ভিডিও পোস্ট করেছে আর আত্মসমর্পনের কয়েক মুহুর্ত আগের একটিও প্রকাশ করেছে। এই ব্লগার পুয়েরটো রিকানদের একত্র হয়ে নাগরিক অবাধ্যতা করতে বলছেন আর যা যা করা সম্ভব তাই করতে বলছেন এই দ্বীপের তীরে বিলাসবহুল বাড়ী আর হোটেলের নির্মান কাজ থামানোর জন্য।

বেশ কয়েকজন ব্লগার এই ভিডিওর লিঙ্ক দিয়েছেন যার মধ্যে আছেন ফুলানো এক্স (স্প্যানিশ ভাষায়) যিনি লিখেছেন: “টিটো কায়াকের কাজের জন্য এটা একটি ছোট সম্মান প্রদর্শন যা কেউ কেউ পছন্দ করেছে আর কেউ কেউ ভুল বুঝেছে, যিনি তার কাজ দিয়ে এই দেশে হওয়া অনিয়মের বিরুদ্ধে একটা আলোচনা শুরু করেছেন।”

ল্যাট্রিনা নেট এর রু মোরন বলেছেন (স্প্যানিশ ভাষায়):

পুয়েরটো রিকোর উন্নতি আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট করে আর আইন ভংঙ্গ করে হবে না…আমাদেরকে কেউ স্বল্প টাকা দিয়ে যদি বলে যে কাজের সুযোগ করে দেবে তাহলেই আমাদের হেসে ধন্যবাদ বলতে হবে না। যা আইনত আমাদের তারা তার মালিক হতে চায়। সমগ্র পুয়েরটো রিকোকে এই সব সম্পদ থেকে লাভবান হতে হবে, তারা নয় যারা লাভ নিয়ে মোটা হয় আর নিজেদের আমাদের নেতা বলে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .