- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফগানিস্তান: সংঘাতে পূর্ণ

বিষয়বস্তু: আফগানিস্তান, ইরান, ধর্ম, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

গত মঙ্গলবারে (নভেম্বর ৬) আফগানিস্তানের ৫ জন সংসদ সদস্য ও শিশুসহ ৪০ জনের বেশী লোক মারা যায় এক আত্মঘাতী বোমা হামলায়, যা আফগানিস্তানের কর্মকতাদের [1] মতে তালিবানের পতনের পর সবচেয়ে রক্তক্ষয়ী। বেশ কিছু ব্লগাররা এনিয়ে তাদের মন্তব্য ও সমবেদনা জানিয়েছে।

সান্জার জানাচ্ছেন [2] (ফার্সী ভাষায়) যে আফগানিস্তানের বাঘলান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় প্রভিন্সিয়াল হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী ৪০ জনের বেশী মৃত্যুবরন করেছে এবং ১৪৫ জন আহত হয়েছে।

হোম ইন কাবুল বলেছে [3] (ফার্সী ভাষায়) “আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। আমাদের জাতির জন্য আবারও ক্ষতি।” তিনি খুব আহত হয়েছেন জেনে যে আফগান পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের প্রাক্তন প্রধান মোস্তাফা কাজেমী, এই আক্রমণে মারা গেছেন। এই ব্লগার বলছেন যে আফগানিস্তান তার অন্যতম প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারাল। কাজেমীর কর্যকলাপ এবং চিন্তাধারার বিরুদ্ধে তিনি ডজন ডজন পাতা লিখেছেন কিন্তু তার অনুপস্থিতি তার জন্যে সত্যি বেদনাদায়ক।

এশিয়া হার্ট বলছেন [4] (ফার্সী ভাষায়) যে আফগানিস্তানে শান্তি সম্মিলন ফলাফল আনতে ব্যর্থ হল। এই ব্লগার জানাচ্ছেন যে অগাষ্ট ৯ থেকে অক্টোবর ৯ পর্যন্ত দুই মাসে ১৭ আত্মঘাতী আক্রমণ সংঘটিত হয়েছে, ৫টি বিস্ফোরণ হয়েছে এবং ৫০৮ আফগানী তাদের জীবন হারিয়েছে।

গুজব এবং সন্ত্রাস

এ জেড হার্ট বলছেন [5] (ফার্সী ভাষায়) যে ইরানে গুজব ছড়িয়েছে যে কতিপয় আফগানী পুরুষ একটি ১৮ বয়স্ক বালিকাকে ধর্ষণ করেছে। তিনি বলছেন যে প্রকাশিত একটি ৯০ সেকেন্ডের ভিডিওতে এই বালিকাটি কয়েকজন লোককে অনুরোধ করছে তাকে ধর্ষণ না করতে! ইরানী কর্তৃপক্ষ এই গুজবকে বাতিল করে দেয় যে ভিডিওতে প্রদর্শিত ব্যাক্তিরা আফগানী ছিল। কিন্তু যখন সংবাদপত্র প্রতিবেদনে জানা গেল যে তারা আফগান অভিবাসী ছিল, ক্রুদ্ধ জনগণ কতিপয় নির্দোষ অফগানের উপর তাদের ঝাল ঝাড়ে তাদের প্রহৃত ও ছুরিকাঘাত করে।

একজন নিরুদ্দেশ সাংবাদিক

সান্জার বলছেন [6]

ঘাউস জালমে একজন পেশাদারী সাংবাদিক। আমি বেশ কিছুদিন ধরে তাকে চিনি। সে কোরানের একটি নতুন অনুবাদ প্রকাশনা করেছে। জালমেকে গ্রেপ্তার করা হয়েছ ধর্মীয় চিন্তাবিদদের এই অনুযোগের ভিত্তিতে যে নতুন সংস্করণটি ছিল অনৈসলামিক। রবিবারে পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করার সময় তাকে সীমান্তে গ্রেপ্তার করা হয়েছিল। দারী, আফগানিস্তানের দ্বিতীয় সর্বাপেক্ষা কথ্য ভাষার কোরানের এই নতুন অনুবাদের বিরুদ্ধে দুই আফগান প্রদেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ধর্মীয় চিন্তাবিদরা মুসলিম পবিত্র বইয়ের জালমে কর্তৃক এই নতুন সংস্করণে বেশ ক্ষুব্ধ।

- হামিদ তেহরানী