মধ্য এশিয়া এবং সিআইএস দেশসমুহঃ বারক্যাম্প – রিগা, ২০০৮

আগামী বছর ফেব্রুয়ারিতে লাটভিয়ার রাজধানি রিগাতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের ব্লগারদের জন্য একটি নতুন বারক্যাম্প অনুষ্ঠিত হবে। কর্মী এবং নিউ মিডিয়ার পেশাদার এবং অনুরাগী লোকেরা একত্র হবেন একে অপরের সাথে তাদের কাজ, সমস্যা আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে এবং অবশ্যই একে অপরের সাথে পরিচিত হতে। যারা নাগরিক সাংবাদিকতা, ব্লগিং, পডকাস্টিং, সামাজিক নেটওয়ার্কিং আর নিউ মিডিয়ার ধারনা আর ওয়েব ২.০ তে আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো সুযোগ শেখার, নিজেদেরকে উপস্থাপন করার আর বিভিন্ন দেশের সহকর্মী ও অনুরাগীদের সাথে যোগাযোগ স্থাপনের।

এই অনুষ্ঠানের কাঠামো – ক্যাম্প বা অনানুষ্ঠানিক সম্মিলন- অংশগ্রহনকারিদের অপ্রাতিষ্ঠানিক নিজস্ব প্রচেস্টা আর আয়োজন প্রক্রিয়ায় সবার সার্বিক সহযোগিতার কথাই চিন্তা করে করা নয়, বরং অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক দৃষ্টিভঙ্গী এনে দেয়। আশা করা যায় যে রিগা আনকনফারেন্স এ বাল্টিক ও সিআইএস দেশ থেকে প্রায় ৩০০ ব্লগার আসবে, আর বারক্যাম্পটা একটা বার্ষিক ব্যাপার হয়ে দাঁড়াবে। ২০০৭ এ আমস্টারডাম (সেপ্টেম্বর) আর কিভ (অক্টোবর) এ দুটি অনুরুপ ক্যাম্প হয়েছে।

যদি আপনি নতুন মিডিয়া প্রোজেক্ট, ব্লগ আর ওয়েব ২.০ এর অন্যান্য সুবিধা সম্বন্ধে জানতে চান আর যদি আপনার কিছু বলার থাকে, বা আপনি যদি বারক্যাম্প অনুষ্ঠানে কোনভাবে সাহায্য করতে পারেন তাহলে বারক্যাম্প এর পাতায় রেজিস্ট্রি করে আপনার ব্লগের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দিন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .