- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পূর্ব তিমুর: স্বাধীনতা যুদ্ধ স্মরন

বিষয়বস্তু: পূর্ব তিমুর, ইতিহাস

তিমুর অনলাইন [1] একটি খোলা চিঠি [2] দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান কমিশনের সদস্যদের কাছে যাতে তারা স্মরণ করিয়ে দিয়েছে যে আজ (নভেম্বর ১২) হচ্ছে পূর্ব তিমুরের ১৯৯১ সালে সংঘটিত সান্তা ক্রুজ (ডিলি) গনহত্যার বার্ষিকী। ১৬ বছর আগে রাজধানী ডিলির সান্তা ক্রুজ নামক কবরস্থানে যখন স্বাধীনতাকামী প্রতিবাদকারীরা জড়ো হয়েছিল তখন ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের উপর গুলি চালিয়ে হত্যা করে। “পূর্ব তিমুরের স্বাধীনতা অর্জনে সাহায্যই যথেষ্ট নয়। আমাদের সবারই দায়িত্ব এর স্বাধীনতা রক্ষায় সাহায্য করা, একে আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।”