- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ব্রাজিল: ইন্টারনেট গভার্নেন্স ফোরাম এবং আমেরিকার কর্তৃত্ব

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, প্রযুক্তি

গিজমোদো [1] ব্লগ ১২ থেকে ১৫ই নভেম্বর রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য ইন্টারনেট গভার্নেন্স ফোরাম ২০০৭ নিয়ে লিখছেন।  এই আন্তর্জাতিক  সম্মিলনে যে বিষয়গুলো আলোচিত হওয়ার কথা তার মধ্যে রয়েছে স্প্যাম,  বাক স্বাধীনতা, এবং কম খরচে ইন্টারনেট ব্যবহার। “তবে মনে হচ্ছে ইন্টারনেটের  ব্যবস্থাপনায় আমেরিকার কর্তৃত্ব মূল অনানুষ্ঠানিক বিতর্কের বিষয় হবে এবার”। উক্ত পোষ্টের মন্তব্য সেকশনে এ নিয়ে বিতর্ক জমে উঠেছে।