- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ব্রাজিল: বাস স্টপে বই

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য

“বাস স্টপে বাসের প্রতীক্ষায় থাকা অবস্থায় আপনাদের নিশ্চয়ই কখনও মনে হয়েছে যে হাতে যদি কিছু থাকত পড়ার জন্যে?”, দ্যা স্পেক্টাকল্ড বেয়ার  ব্রাজিলিয়া শহরের বুকস এট দ্যা বাস স্টপ [1] (বাস স্টপে বই) প্রকল্প সম্পর্কে লিখছেন। এটি একটি খুব সহজ ধারনা, বাস স্টপে একটি বইয়ের স্টল যেখানে যে কেউ বই ধার করতে পারে; কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই দেশে যেখানে মিউনিসিপাল লাইব্রেরীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং ক্রমাগত মূল্যবৃদ্ধির দরুন বই হয়ে যাচ্ছে সাধারন মানুষের জন্য বিলাস সামগ্রী।