ব্রাজিল: বাস স্টপে বই

“বাস স্টপে বাসের প্রতীক্ষায় থাকা অবস্থায় আপনাদের নিশ্চয়ই কখনও মনে হয়েছে যে হাতে যদি কিছু থাকত পড়ার জন্যে?”, দ্যা স্পেক্টাকল্ড বেয়ার  ব্রাজিলিয়া শহরের বুকস এট দ্যা বাস স্টপ (বাস স্টপে বই) প্রকল্প সম্পর্কে লিখছেন। এটি একটি খুব সহজ ধারনা, বাস স্টপে একটি বইয়ের স্টল যেখানে যে কেউ বই ধার করতে পারে; কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই দেশে যেখানে মিউনিসিপাল লাইব্রেরীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং ক্রমাগত মূল্যবৃদ্ধির দরুন বই হয়ে যাচ্ছে সাধারন মানুষের জন্য বিলাস সামগ্রী।

2 টি মন্তব্য

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> sibanandapal

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .