এডভেন্চারস অফ এ গ্রিন্গো ইন রিও ব্লগের রেইচেল গ্লিকহাউজ জানাচ্ছেন ব্রাজিলের দক্ষিনের শহর সান্তা ক্যাটারিনা থেকে একটি মজার খবর:
রিকুইলমে নামের পাঁচ বছর বয়স্ক বালক (একটি আর্জেন্টাইন ফুটবল প্লেয়ারের নামে তার নাম), স্পাইডারম্যানের পোষাক পরে লেলিহান অগ্নিশিখা থেকে একটি এক বছর বয়স্ক বালিকাকে উদ্ধার করে। যখন তার পাশের বাড়িতে আগুন লাগলো এবং তা ক্রমাগত বেড়ে যাচ্ছিল তখন সে চিৎকার করে ওঠে “আমি স্পাইডারম্যান!” এরপর সে দৌড়ে সেই বাসায় যায় এবং মেয়েটিকে উদ্ধার করে। একজন আমেরিকান ছাত্রীর দৃষ্টিতে ব্রাজিলের আরও কিছু সংবাদ দেখুন এখানে।
- পলা গোজ