“এটি পুরো জাতির জন্য একটি বিরাট ক্ষতি” এমনই ছিল বিশিষ্ট সাংবাদিক আলিশের সাইপভের হত্যাকান্ডের পর মধ্য এশিয়া বিশেষ করে উজবেকিস্তানের ব্লগগুলোর প্রতিক্রিয়া। সাইপভ উজবেকিস্তান সীমান্তের কাজাখস্তানের দক্ষিনের শহর ওশ এ বসবাস করতেন। যেহেতু আলিশার সাইপভ (২৬) জাতিতে উজবেক ছিলেন এবং সীমান্তে বসবাস করতেন, প্রায়শ:ই এমন সব বিষয়ে লিখতেন যেসব খবর কিরগিজ মিডিয়াই শুধু না দৃঢ়ভাবে সরকার নিয়ন্ত্রীত উজবেকিস্তান মিডিয়াতেও অবহেলিত ছিল।
তার স্বল্প আয়ুর জীবনে আলিশার সাইপভ কাজ করেছেন নিউজ এজেন্সি ফেরগানা ডট রু, ভয়েস অফ আমেরিকা উজবেক সার্ভিস, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি আর উজনিউ ডট নেট এর সাথে। তাছাড়া তিনি সিওসাট (রাজনৈতিক) সংবাদপত্রের প্রতিষ্ঠাতা যা ওশ শহর থেকে প্রকাশিত হতো এবং প্রায়ই উজবেকিস্তানে বেআইনিভাবে পাচার হতো। এতে মূলত: সীমান্তের দুই দিকের ধর্ম, মানবাধিকার আর রাজনীতি নিয়ে লেখা থকতো। তিনি এই পত্রিকার অনলাইন সংস্করন ও বের করতেন যা তার মৃত্যুর পর আর আপডেট করা হয়নি।
নিউইউররশিয়ার লিবারটাড প্রথমে তার হত্যাকান্ডের কথা জানিয়ে বলেছেন যে এমন একজন এর মৃত্যু একটি বিরাট ক্ষতি:
তিনি শুধু কিরগিস্তানে নয় বরং সমগ্র মধ্য এশিয়াতে সাংবাদিক হিসাবে তার ভালো কাজের জন্য পরিচিত ছিলেন। আলিশার সাইপভ একজন মহান সাংবাদিক এবং একজন ভালো মানুষ ছিলেন যিনি সব সময় অন্যকে বিশেষ করে বন্ধুদের হাসি মুখে সাহায্য করতেন আর যিনি কখনো বাঁধার মুখে হাল ছেড়ে দিতেন না। তিনি নিজের নীতিতে বিশ্বাস করতেন আর তার নীতি ছিল সত্যতা, সম্মান আর সাহস।
ভূতপূর্ব উজবেকিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদুত ক্রেগ মুর, (যার ব্লগ সম্পতি বন্ধ করে দেয়া হয়েছিল কারন তিনি রাশিয়ান কোটিপতি আলিশের উস্মানোভকে দূনীতিগ্রস্ত হিসাবে দোষারোপ করেছিলেন) জানিয়েছেন যে উজবেকিস্তানে যারা সত্যি কথা বলে তাদের জন্য পরিস্থিতি সত্যি বিপদজনক। আলিশার সাইপভকে ব্যক্তিগতভাবে চেনার কারনে তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেনঃ
আমি বিশ্বাস করতে পারছিনা যে আলিশার সাইপভ মারা গেছে। আমি তাকে যখন শেষ দেখি তার বয়স তখন ২৩ বছর হবে আর সে জীবনিশক্তিতে ভরপুর ছিল। এখন ২৬ বছরে সে মৃত, কারিমোভ সরকারের সাম্প্রতিক শিকার।
ব্লগ আজামাত রিপোর্ট কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর আলিশার সাইপভ এর হত্যাকান্ড সম্পর্কে প্রেস রিলিজ প্রকাশ করেছে এবং আলোচনার সূত্রপাত করেছে আন্দিজানের ঘটনার আর এই বাছবিচারহীন হত্যাকান্ড বর্ণনায় আলিশার সাইপভএর ভুমিকা নিয়ে।
ব্লগ কনফেশন্স অফ ইনোসেন্ট মাইন্ড এর দাগিনি লিখেছে যে যদিও তারা আলিশার সাইপভকে চেনে না কিন্তু এই ধরনের খবর দু:খজনক:
এটা অদ্ভুত না যে আপনি কে…কোথায় আছেন…কি আপনি… তারপরও অনেক দূরের কোথাও সংঘটিত কিছু ঘটনা আপনার মধ্যে এমন অনুভুতির সৃষ্টি করে যা আপনি কখনো ভাবেন নি যে সম্ভব। এটি আপনার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে অভূতপূর্ব সব চিন্তার উদ্রেক করে।
রেজিস্তান ডট নেট এ জসুয়া ফাউস্ট আলিশার সাইপভ এর স্মরনে একটি লেখা লিখেছেন। তাতে বিশেষ করে লেখা হয়েছে যে ভূতপুর্ব সোভিয়েত দেশসমুহে সাংবাদিক হওয়া কতো বিপদজনক। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সাংবাদিক হত্যার অনেক ঘটনা ঘটেছে যার বেশিরভাগই এখন পর্যন্ত অমীমাংশিত। এর কারন হলো যে ঐসব দেশ কেজিবি বা আগের সোভিয়েট অফিসার দ্বারা চালিত যারা কেজিবি বা পুরনো সোভিয়েত সিস্টেমের মতোই ব্যবহার করে এইসব সাংবাদিকদের সাথে।
একি লেখায় জসুয়া ২০০০ সাল থেকে আগের সোভিয়েত দেশগুলোতে নিহত সাংবাদিকদের নামের তালিকা দিয়েছেন। উজবেকিস্তানের জন্য তিনি কোন তালিকা দেননি, আর তার কারন হলো উজবেকিস্তানে সাংবাদিকরা একেবারে গায়েব হয়ে যায়, তার পর কেউ জানে না তারা বেঁচে আছে না মারা গেছে।
কিরগিজ পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করেছে, যদিও তাতে কোন ফল হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়েছে যে আলিশার সাইপভ এর হত্যাকান্ড তার হিজবুত-তাহরির (একটি ধর্মীয় দল যা উজবেকিস্তান আর কিরগিস্তানে নিষিদ্ধ) এর সাথে যোগাযোগের কারনে ঘটেছে। লিবারটাড এই মন্তব্যের ব্যাপারে বলেছেনঃ
সাধারনভাবে মনে হয় যে কিরগিজ আইন প্রয়েগকারী সংস্থারা চেষ্টা করেছে তদন্ত করে প্রমান করতে যে তার হত্যাকান্ডে উজবেক গোয়েন্দা সংস্থার হাত নেই বরং বিভিন্ন চরমপন্থী সংস্থার সাথে সম্পর্কের কারনে তাকে হত্যা করা হয়েছে।
- টোলকুন