লেবানন: শিল্পী এবং শিল্প

লেবানিয় ব্লগোস্ফিয়ার শুধুমাত্র রাজনৈতিক ব্লগ দ্বারাই পূর্ণ এমন নয় এবং তা আপনারা জানেন। ঈশ্বরকে ধন্যবাদ এমন বৈচিত্রের জন্যে। কিছু শিল্পী ব্লগকে ব্যবহার করছে তাদের চিত্রকলা, সঙ্গীত এবং অন্যান্য শিল্পসম্মত সৃষ্টি প্রদর্শন করতে। তার কিছু নমুনা থাকবে আজকের পরিক্রমায়। প্রথমে অন্কন এবং চিত্রকলা, তারপর সঙ্গীত এবং ছায়াছবি- উপভোগ করুন প্রান ভরে।

সুজান আলাইওয়ান তার ব্লগে তার করা কিছু নতুন আর্টওয়ার্ক পোষ্ট করেছে। এগুলোর মধ্যে রয়েছে নিন্মের আর্টওয়ার্কটি যার শিরোনাম “আলোকচিত্র এবং ড্রয়িং এর কোলাজ”। এটি একটি পুরনো বদ্ধ জানালাতে জীবন এবং আশার প্রতিরুপ।

মাজেন কেরবাজ অনেক নতুন ড্রয়িং এই মাসে পোষ্ট করেছে। “বুম” শিরোনামের নিন্মের চিত্রটি একটি বিস্ফোরণ নিয়ে ইভানের অভিজ্ঞতার গল্প বলে। এই বিস্ফোরন অনেকগুলো উগ্রপন্থী আক্রমণের অন্যতম যেগুলো সাম্প্রতিক কালে লেবাননে আমাদের প্রতিদিন এবং প্রতিসপ্তাহের নিয়মিত ঘটনা হয়ে গেছে।

সে তার ব্লগে ড্রয়িংয়ের আরবী লেখাগুলোর নিন্মের অনুবাদটি যোগ করে।

১৯ সেপ্টেম্বর ২০০৭
বিকেল ৫.৩০ ঘটিকা
আমি টিভি দেখছি

হঠাৎ বিদ্যুত চলে গেল
এবং বাড়িটি দুলে উঠল

এবং তারপরই বুম!

৫০০ মিটার দুর থেকে
ইভানের মুখমন্ডল
ইভানের স্বর
এবং ইভানের প্রশ্ন
-এই শব্দটি কিসের?
-এই ধোঁয়াটি কিসের?
– কি ঘটল?
– কখন?
– কেন?
– কিভাবে?

এবং ৩০ মিনিট পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল

সন্ধ্যায় একটি নতুন প্রশ্ন: কাল স্কুল বন্ধ কেন?

মারুন কাসসাব তার নতুন কিছু চিত্রকলা নিয়ে ফেরত এসেছেন যেগুলো একটি প্রদর্শনীর অংশ। নিচের শিল্পকর্মটির শিরোনাম “ইনটুইশন (অনুভব)” যা ক্যানভাসে একটি তৈলচিত্র। ব্যাখ্যা নিস্প্রয়োজন।

নিচের শিল্পকর্মটি লোর ঘুরাইয়েবের অনেক নতুন এবং উল্লেখযোগ্য চিত্রকলার একটি। তিনি এর শিরোনাম দিয়েছেন “l’autre” বা “অন্যজন”। এই শিল্পকর্মটির জন্যেও ব্যাখ্যা নিস্প্রয়োজন।

ইবন বিনতে যবেইল একটি বিষয়ভিত্তিক প্রদর্শনী সম্পর্কে লিখছেন যেটিতে তিনি অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীর মূল বিষয় ছিল “ভ্রমন এবং দুরত্ব” এবং এটি আলোকপাত করেছে সেই ধারনার উপর যেসব মানুষেরা সারাক্ষনই ভ্রমন করছে।

তিনি এই চিত্রকলার ব্যাখ্যা করে বলেন:

প্রাথমিকভাবে এই চিত্রগুলো অস্পৃশ্য এবং ধরাছোঁয়ার বাইরে। তাই এইসব ছবিগুলো আবিস্কার হচ্ছে সেই বিষয়েরই আবিস্কার যা পিচ্ছিল এবং নমনীয়। সুতরাং চিত্রগুলি বাড়ি এবং জমির এবস্ট্রাক্ট ফর্ম হিসেবে দৃশ্যত: হয়।

সঙ্গীত এখন ব্লগোস্ফিয়ারেও শোনা যায়। জিয়াদ এল আহমাদী একটি লেবানিয় সঙ্গীত রচয়িতা যার একটি ব্লগ রয়েছে। এই ব্লগটি থেকে তার প্রথম সিডি “বিলবেল” এর সুরেলা কিছু গান এবং একটি মিউজিক ভিডিও যে কেউ শুনতে পারে।

পরিশেষে রয়েছে লেবানীজ ফিল্মস ব্লগ যার লেখক লেবানিয় চলচিত্র শিল্প সম্পর্কে তার ব্যক্তিগত মতামত তুলে ধরে। সাম্প্রতিক পোষ্টে এই লেখক চলচ্চিত্র “এস এল ফিল্ম” সম্পর্কে আলোচনা করে। এই হাসির ছবিটি এককালীন জনপ্রিয় টিভি সিরিয়াল “এস এল শি” এর চলচিত্রায়ন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .