আফ্রিকা: চীন কি আফ্রিকার উপর প্রভাব বিস্তার করছে?

চীন কি আফ্রিকা দখল করছে? “সাম্প্রতিক যে প্রকল্প শিরোনামে এসেছে তা হচ্ছে চীনা সরকার থেকে একটি ৫ বিলিয়ন আমেরিকান ডলারের প্রস্তাব যা দ্বারা আফ্রিকান কঙ্গোর জন্যে রাস্তা, রেললাইন, হাসপাতাল এবং ক্লিনিক তৈরি করা হবে। আফ্রিকার অন্যত্র  “চীন ইতিমধ্যে সুদানে বৃহত্তম বিনিয়োগকারী” -সিয়াটল টাইমসের রিপোর্ট অনুযায়ী। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে অফিস ব্লক, সামরিক সদর, এবং একটি স্টেডিয়াম পূন:নির্মানএর কাজের সমস্ত পরিকল্পনাই বেইজিং থেকে হয়েছে। উগাণ্ডাতে চীনা অর্থে নতুন স্টেট হাউজ নির্মিত হয়েছে।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .