সিরিয়াঃ ইন্টারনেট সেন্সরশিপ বন্ধ করুন

হিউমান রাইটস ওয়াচে এ সংক্রান্ত একটি রিপোর্টের পর গ্লোবাল ভয়েস এডভোকেসির সামি বেন ঘারবিয়া সিরিয়ার ইন্টারনেট দমনের উপর একটা লেখা লিখেছিলেন যার মধ্যে ছিল দুই জনের গ্রেপ্তারের কথা যাদের অনলাইনে দেয়া মন্তব্যকে অপমানজনক মনে করা হয়েছিল। বেশ কয়েকজন সিরিয়ান ব্লগার এই ব্যাপারে জোর প্রতিবাদ করেছেন এবং সাম্প্রতিক ব্লগস্পট সাইটকে ব্যান করার নিন্দা জানিয়েছেন।

ডিসেন্টারিং ডামাস্কাস ব্লগের গোলানিয়া লিখেছেনঃ

গত রাতে আমি বেন ঘারবিয়ার গ্লোবাল ভয়েস এডভোকেসির লেখা পড়লাম আর এবারে আমার দেশের ব্যাপারে লেখা ছিল।

দুইজন অনলাইন লেখককে গ্রেপ্তার করা হয়েছে কারন তাদের লেখা সিরিয়া সরকারের কাছে আপত্তিকর মনে হয়েছে। আর একজনকে ধরা হয়েছে যে সউদি আরবের বিরুদ্ধে লিখেছে। তাকে আটক করা হয়েছে বন্ধুর সাথে “সম্পর্কহানির” জন্য।

উক্ত ব্লগার এটির ব্যাখ্যা দিয়ে বলেছেনঃ

লেবানন থেকে আসার পর প্রায় একমাস ধরে আমি সিরিয়ায় আছি কিন্তু কেঊ এই ঘটনার কথা বলেনি। সিরিয়ায় লোকে জানে না কি হচ্ছে। যদি না ব্লগ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা বিরোধী দলের সাইট না থাকত তাহলে যে এখানে মানবাধিকার ভংগ হচ্ছে এটি সম্বন্ধে কেউ জানতে পারতো না। আমি যদি এই কথা বন্ধুদের বলি তাহলে ওরা আমার কথা বিশাস করবে না কারন এটা সিরিয়াবাসীদের মানসিকতার সাথে মিলেনা। সিরিয়ান সরকার যে শুধু তাদের আটক করছে তাই না তাদের জানার, চিন্তা করার অধিকারকেও জিম্মি করছে।

যখন কিছু সিরিয়ান সেখানে ইরাকীদের উপস্থিতি, ইহুদি, আর নারীবাদ ইস্যুকে আক্রমন করে “সিরিয়া গঠনের” কাজ করছে তখন সিরিয় সরকার সেই সব সিরিয় নাগরিককে আক্রমন করছে যারা দুর্ণীতিগ্রস্ত সিরিয়ান, সরকারী অনাচার আর স্বৈরশাসকদের বিরুদ্ধে কথা বলছে।

একজন মন্তব্য করেছেনঃ

এটি খুবই খারাপ। আমি মনে করতাম যে আমার দেশ (পাকিস্তান)এ ব্লগারদের মিডিয়া ব্যক্তিত্বদের সেন্সরশীপ আর হয়রানির কোন তুলনা হয়না। কিন্তু আপনাদের অবস্থা আরো খারাপ। আমার একটি পরামর্শ শোনেন, এই ব্যবস্থার সাথে চলেন তার বিরুদ্ধে না। আপনি যে পরিবের্তন দেখতে চান তা হতে আরও সময় ও পরিশ্রম লাগবে। কখনো কখনো বিনা আশ্রয়ে কাজ করা নিরাপদ না।

সেন্সরশীপ সংক্রান্ত অন্যান্য খবরে মনে হচ্ছে সিরিয়ার ব্লগস্পট সাইটগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু এটির বিষয়ে কোন রিপোর্ট নেই যার জন্য ব্লগাররা ক্ষুব্ধ। আবু ফারেস বলেছেন:

সিরিয়ায় ব্লগস্পট সাইটগুলো সম্পূর্ণ বন্ধ। গতকাল পর্যন্ত আমি ঢুকতে পারছিলাম এই ব্যানের বাইরে একমাত্র প্রোভাইডারের মাধ্যমে, কিন্তু এখন আর না। এখন আমাকে অন্য সব বিপ্লবী ব্লগারদের মতো ফায়ারওয়াল এড়ানোর রাস্তা খুজতে হচ্ছে ইন্টারনেট প্রক্সির মাধ্যমে। তারপর আপনি আর যারা আটকিয়েছে তারা যখন এই পোস্ট আর এর সাথে আরো শত শত নিরাপদ লেখা পড়বেন বিভিন্ন সিরিয়ান ব্লগ থেকে তখন তারা হয়ত তাদের এই কাজের যৌক্তিকতা খুঁজে পাবে। আমি এখানে একটি বিপদজনক জিনিষ নিয়ে কথা বলছি। জর্জ বুশ আর তার সঙ্গীরা জঙ্গীবাদি হিসাবে নিশ্চয় কিছু প্রমান করার রাস্তা খুঁজে পাবে। ময়দা আর দই কোন নির্দিষ্ট ভাবে মাখালে আনবিক শক্তি তৈরি করতে পারে যা শান্তিপ্রিয় বিশ্বের জন্য হুমকি আর সাদা চামড়ার মানুষদের সংস্কৃতিকে খাটো করে।

লেভান্টাইন ড্রিমহাউস ব্লগের আবু কারীমও এই ব্যাপারে খবর দিয়েছেন আর সেন্সরশীপ থেকে বাচার কিছু টিপ্স দিয়েছেনঃ

সিরিয়ায় ব্লগস্পট সম্পূর্ণ বন্ধ। আমি গত ডিসেম্বরের একটি লেখার অংশ বিশেষ আবার দিচ্ছি এই আশায় যে কিছু ব্লগার এখানের তথ্য দিয়ে সেন্সারশীপ পাশ কাটাটে পারবে, সেটা অবশ্য তারা যদি এই লেখাটা পড়তে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .