- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরবদেশ: ফেইসবুকের পরে হেইটবুক

বিষয়বস্তু: ওমান, তিউনিশিয়া, নতুন চিন্তা, প্রযুক্তি

ফেইসবুকের [1] সাফল্যের পরে এখন এসেছে হেইটবুক। তিউনিসিয়া এবং ওমান থেকে দুই ব্লগার নতুন দুটি ওয়েবসাইট হেইটবুক ডট কম [2] এবং হেইটবুক ডট অর্গ [3] সম্পর্কে কি ভাবছে তা পড়ুন:

স্লিপলেস ইন মাসকাটের [4] সৌজন্যে হেইটবুক ডট কমের স্ক্রীনশট

তিউনিসিয়া:

তিউনিসিয়া থেকে সাবজিরো ব্লু   ব্লগ হেইটবুক ডট অর্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছে [5]:

ফেইসবুক এবং এধরনের অন্যান্য সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলি আপনার পছন্দের নয়? আপনাকে বরং একা থাকতেই ভাল লাগে? আপনার কি মনে হয় আপনি যতজনকে পছন্দ করেন তার চেয়ে বেশি লোককে ঘৃণা করেন? তাহলে হেইটবুক ডট অর্গ [3] সাইটটি আপনারই জন্যে তৈরি। এটি প্রথম এন্টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেখানে আপনি যাদের ঘৃনা করেন এমন লোকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

সাবজিরো ব্লু   এই সাইটটি পর্যালোচনা করেছে এবং ব্যাখ্যা করেছে:

ব্ল্যাকমেইলের জিনিশপত্র আপলোড করুন অথবা মিথ্যা কথা প্রচার করুন, আপনার শত্রু এবং বন্ধুদের সম্বন্ধে বিভিন্ন গুজব ছড়িয়ে দিন, আপনার ঘৃনা প্রফাইল আপডেট করুন ছবি এবং ভিডিও দিয়ে। আপনার বন্ধুদের ট্যাগ করুন এবং ঘৃণা পয়েন্ট সংগ্রহ করুন আপনার আশপাশে অধ্যয়নরত অথবা কর্মরত লোকদের কাছ থেকে। সহজভাবে গ্রহণ করুন জীবনকে ও বিশ্বকে…

হেইটবুক ফেইসবুকের মতই দেখতে ও একইভাবে কাজ করে কিন্তু এটি বেশী দুষ্টুমি ও শয়তানীতে পূর্ণ। এর রং আরও বেশি উগ্র, লাল। ব্যবহারকারীর প্রোফাইলে অন্তর্ভুক্ত রয়েছে একটি বিভাগ যার নাম “আমি কেন তোমার চেয়ে ভাল!”। ছবির অ্যালবামের পরিবর্তে আপনি এখানে তৈরি করবেন “ঘৃনা এলবাম” যেখানে যাদের বা যেইসব জিনিষ আপনি ঘৃনা করেন সেসবের ছবি ও ঘৃণাপূর্ণ বিবরন থাকবে।

ওমান:

এদিকে মাসকাটে ওমানী ব্লগার স্লিপরেস ইন মাসকাট আরেকটি হেইটবুক সাইট [2] খুঁজে বের করেছে [4]। সে লিখেছে:

এটি খুবই মজার।

আমি বিবিসি ওয়র্ল্ড সার্ভিসের সাইট ব্রাউজ করছিলাম এবং দৈবাৎ এটি খুঁজে পেলাম। দৃশ্যত: কোনও একজন ফেইসবুকের (যাকে গুগল সম্প্রতি কিনে নিয়েছে) সেবার জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটি একই ধরনের কিন্তু বিপরীত উদ্দেশ্যের সেবা চালু করেছে হেইটবুক ডট কম [2]

মধ্যপ্রাচ্যের ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে হেইটবুক কি ফেইসবুকের মত জনপ্রিয় হবে? কেবল সময় বলতে পারে।

- আমিরা আল হুসাইনি