- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফিলিপাইনস: বিপনী বিতানে ভয়ানক বোমা বিস্ফোরন ফিলিপিনোদের শোকাতুর করেছে

বিষয়বস্তু: ফিলিপাইনস, ছবি তোলা, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

নাগরিক সাংবাদিকতা এবং নাগরিক বিশ্লেষন ক্ষমতা ফিলিপাইনের ব্লগোস্ফিয়ারে এখনও জীবিত আছে এবং আমরা দেশের আর্থিক রাজধানী মাকাতি সিটিতে জনপ্রিয় গ্লোরিয়েটা [1] বিপনী বিতানে একটি মারাত্নক বিস্ফোরণের [2] কয়েক মিনিটের মধ্যে এটির প্রমান পেলাম।

এই প্রতিবেদন লেখার সময়, আটজন নিশ্চিতভাবে মৃত্যুবরন করেছে এবং ১২০ জনকে বিভিন্ন মাত্রার আঘাতের জন্য শুশ্রূষা করা হচ্ছিল।

ম্যানুয়েল এল কুয়েজন থ্রী ব্লগ প্রত্যক্ষদর্শীর বিবরন সংগ্রহ করে প্রকাশ করেছেন [3] এবং এ ছাড়াও প্রাথমিক প্রতিক্রিয়া এবং আরও সাম্প্রতিক তথ্য যোগ করেছেন। ব্লগ এডিক্ট বোমা হামলার সম্বন্ধে ক্ষোভ প্রকাশ করে ব্লগিংয়ে ব্যস্ত [4] ছিলেন। এছাড়া ইনকোয়ারার ব্লগ এই ঘটনা সম্পর্কে একটি স্বতন্ত্র সাইট [5] তৈরি করেছেন।

বোমা বিস্ফোরনের এলাকায় নিজের তোলা ছবিগুলো ডিজনী কিউট ল্যান্ড ব্লগ পোষ্ট করেছে [6] এবং এগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে যার মধ্যে আছে দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় খবরের সাইটের প্রথম পাতা। গ্যাম্বিট০১ এর সৌজন্যে ভিডিওটি [7] দেখুন যে সে সময় গ্লোরিয়েটাতে ছিল।

মাই লাইফ ব্লগের লেখক ঘটনার সময় সেখানে ছিল [8]:

এটি ছিল একটি সাধারন শুক্রবার অপরাহ্ন এবং আমাদেরকে গ্লোরিয়েটাতে বুথে থাকতে বলা হয়েছিল। বুথটি ছিল গ্লোরিয়েটা ১ এ হাভিন নামের শিশুদের দোকানের পাশে। আমাদের বুথে থাকার কথা ছিল সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং এর পরে আরেকদল বদলীতে আসার কথা। ১২:৩০ এর দিকে দিদিথ বাইরে গিয়ে তার মধ্যান্নভোজ সারল এবং বাকি থাকল জেসি এবং আমি। সে ফিরে আসার পর, জেসি বলল যে তার ক্ষুধা নেই এবং আমিও ভাবছিলাম যে একেবারে বাড়ী গিয়েই খাব।

দুপুর প্রায় দেড়টার দিকে আমরা চিন্তা করছিলাম যে পরবর্তী দল আসার পূর্বে আমাদের ফ্লায়ারগুলো বিলি করে ফেলতে হবে। তারপর আমার স্পষ্ট মনে পরে আমি সোফায় বসে ছিলাম গ্লোরিয়েটা ২ এর দিকে মুখ করে যখন আমি একটি বিস্ফোরনের আওয়াজ শুনলাম। বড় বুম আওয়াজের সাথে ভূকম্পনের মত সবকিছু নড়ে উঠেছিল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম ছাঁদ থেকে কিছু একটা পড়তে। এটি ছিল ছাঁদের একটি বড় সিমেন্টের অংশ কিন্তু এটিকে ততটা ভারী দেখাল না। তারপর সকলে যত দ্রুত সম্ভব আমাদের দিকে ছুটতে শুরু করল।

পাস লা ট্রুই এর মত নাগরিকেরা প্রার্থনার ডাক দিয়েছেন [9]ব্যবল অন ব্লগ বলছে: [10]

আসুন এই ঘটনাটির দীর্ঘ একটি সমাধানের জন্য প্রার্থনা করি। স্মরণ করুন আমাদের ফিলিপাইনে মানব নিরাপত্তার আইনটি এখনও কার্যকর রয়েছে। এছাড়াও অনেক রাজনৈতিক অরাজকতা বিদ্যমান এখন; ঘুষ আদান প্রদানের অভিযোগ, সরকারের বিরুদ্ধে নালিশগুলোর সঙ্গে রয়েছে ইস্তফার জন্য ডাক দেয়া এবং বড় স্কেল দুর্নীতির অভিযোগ ইত্যাদি কাঁদা ছোড়াছুড়ি সর্বত্র। রাজনৈতিক মৈত্রীগুলো ধীরেধীরে ভাঙছে এবংআমাদের স্থিতিশীলতা ধ্বংসে শেষ পেরেকটি গাঁথার জন্যে দরকার বোধ হয় এমন একটি “সন্ত্রাসী আক্রমণ”।

আকোমিসমো বলছে কেনাকাটা যাদের প্রিয় এবং যাদের গ্লোরিয়েটা নিয়ে ভাল স্মৃতি রয়েছে তাদের জন্য ঘটনাটি চিন্তার বাইরে [11]:

গ্লোরিয়েটা ২তে একটি বোমা আঘাত হানল যখন আমি রোজালের সাথে আমার আজকের ক্লাস শেষ করছিলাম। আমার জন্য গ্লোরিয়েটা ২ ছিল কমিক্স (ফিলবার্স) কেনার জায়গা এবং শেষ যা আমি ঐখান থেকে কিনেছি তা ছিল ‘আর২-ডি২ মি. পটেটো হেড’ আমার এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে। যে দোকান থেকে কিনেছি তা এখন ধ্বংস হয়ে গেছে।

আকোমিসমো আরও বলল যে তার মা সেখানে ছিল এবং সৌভাগ্যজনকভাবে বেঁচে গেছেন:

মা ছিলেন সেখানে যখন এটি ঘটল। তিনি গোল্ডস জিম লকার রুমে তার জিনিসপত্র রাখছিলেন যখন বোমা আঘাত হানল। তার এই শব্দটি চিরকাল মনে থাকবে – শুধু চিন্তা করেন একদিকে পুরো হল ভর্তি গ্লাস ভেঙে যাচ্ছে এবং পাথরগুলো গুড়োগুড়ো হয়ে যাচ্ছে সাথে রয়েছে উচ্চকন্ঠে কান্নার আওয়াজ আর গগনবিদারী চিৎকার। ধ্বংসাবশেষ থেকে ধুলো বিস্ফোরণের স্থান থেকে ১৫০ মিটার দূরের লকার রুমে চলে আসল। উনি ভীত হওয়া সত্ত্বেও অক্ষতভাবেই বের হতে পেরেছেন। তিনি গর্বিত এটি আবিস্কার করতে পেরে যে যেখানে সবাই আতন্কগ্রস্ত ছিল উনি শান্ত থাকতে পেরেছেন। এমন দিনগুলিতে আমি একেশ্বরে এবং এনজেলদের বেশি করে বিশ্বাস করি; যাইহোক আমি তাদের কাছে কৃতজ্ঞ।

বেদনাদায়ক? হ্যাঁ, কিন্তু ফোর আইড জার্নাল বোমা হামলা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছে [12] এবং কিছু প্রশ্নের উত্তর চাচ্ছে:

কেন এ সম্পর্কে কোন গোয়েন্দা সতর্কবাণী ছিলনা যেমন আমরা প্রায়ই পাই প্রেসিডেন্টকে পদত্যাগ করানোর জন্যে আন্দোলনের সময় বা যখন সামরিক অভ্যুত্থানের জোর গুজব হয়?

গত বছর সরকারকে অস্থিতিশীল করতে সামরিক অভ্যুথান প্রচেষ্টা অথবা সন্ত্রাসী পরিকল্পনাগুলোর ব্যপারে সতর্ক করেছিল। কিন্তু এখন যখন তেমন ভীতিকর একটি ঘটনা ঘটল তারপরও সরকার খুব শান্ত এবং ধীরস্থির। বোমা হামলা কি অস্থিতিশীল কোন ব্যাপার নয়?

ইউ এস আর্মীর কাছ থেকে প্রশিক্ষণ এবং সহায়তা, বিশেষভাবে সন্ত্রাসবরোধী প্রশিক্ষণ ও অনুশীলন যা আমাদের সামরিক বাহিনী পোয়েছে তার কি হল?

এটি কি সাম্প্রতিক প্রশাসনিক কলঙ্কগুলো থেকে জনগণকে বিভ্রান্ত করতে প্রশাসনের অন্য কোন কূটচাল? অথবা সমস্ত বিরোধী এবং সমালোচদের প্রতি এটি একটি সংকেত যে এই প্রশাসনটি একটি লড়াই ব্যতীত মসনদ ছেড়ে যাবে না?

দ্যা ওরিয়র লইয়ার ব্যাখ্যা করেছেন [13] যে সন্দেহটি ব্যাপক হয়েছে:

যে এইটি হয়ত হবে লেজ নাড়ানো কুকুরের মতো একটি ঘটনা, মালাকানাঙ এজেন্টরা প্রেসিডেন্ট আরোইও এবং তার কাছের মানুষগুলো থেকে জনগণ মনযোগ দূরে সরিয়ে সাম্প্রতিক কেলেন্কারীগুলো ধামা চাপা দেয়ার উপায় খুঁজছে। মাকাতি বিজনেস ক্লাব ঘটনাটিকে একটি ধুম্রজাল বলে ব্যাখ্যা দিয়েছে। আরোইওর জরুরী অবস্থা জারীর জন্য প্রেক্ষিত তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে সাবধান করেছেন সিনেটর ত্রিলেন্স। এই প্রতিক্রিয়াগুলি এসেছে কারন: ভীতি এবং অনিশ্চয়তা লোকের মধ্য বিরাজ করলে সাম্প্রতিক সময়ে কার বেশী লাভ হবে?

জনগণ এই বোমা বিস্ফোরনের তদন্ত মনযোগ সহকারে পর্যবেক্ষন করছে যাতে জরুরী অবস্থা বা মার্শাল ল জারী করতে ঘটনাটি ব্যবহার করতে প্রেসিডেন্টের পক্ষে সম্ভব না হয়।

-টনিও ক্রুজ