- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরাক: উঠতি বয়সীরা পরিবারকে সাহায্য করার জন্যে কাজ করছে

বিষয়বস্তু: ইরাক, যুদ্ধ এবং সংঘর্ষ, যুবা, শ্রম

এলাইভ ইন বাগদাদ  ব্লগ সর্বশেষ [1] জানাচ্ছেন যুদ্ধবিদ্ধস্ত ইরাক থেকে, যেখানে জনসংখ্যার শতকরা ৫০ ভাগেরও বেশীরই বয়স ১৮ এর নীচে। “যদিও সমস্ত ইরাকীরাই চলমান সংঘাত এবং সন্ত্রাসবাদ এর জন্যে বিপর্যস্ত, বাচ্চাদের পরিস্থিতি আরও বিপদজনক কারন তাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। এদের অনেককেই তাদের বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গ হারাতে হয়েছে কারন অনেকেই ইরাক ছেড়ে চলে গিয়েছেন। বেকারত্ব এবং ক্রমবর্ধমান দারিদ্রতার কারনে এই সব শিশু এবং উঠতি বয়সীদের কাজ করতে হচ্ছে পরিবারকে সাহায্য করার জন্যে,” তিনি আরও জানাচ্ছেন।