- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশেষ প্রতিবেদনঃ বার্মায় বিক্ষোভ ২০০৭

বিষয়বস্তু: মায়ানমার (বার্মা), ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার

খুব সহজে দেখা যায়না যে ব্লগাররা কোন আন্তর্জাতিক গুরুত্বপুর্ণ সংবাদে মূল সূত্র হিসাবে কাজ করছে। মিয়ানমারের সাম্প্রতিক বিক্ষোভের ঘটনা এতো বড় খবর হয়ে প্রকাশিত হতো না যদি না ভিতর (এবং বাইরে) কিছু সাহসী লোক থাকতো যারা ঝুঁকি নিয়ে খবর, ছবি আর ভিডিও ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ না করতো।

বার্মার ব্লগাররা নিজেদের যোগ্যতায় নিজেরা খবরের বিষয় হয়েছেন, মূল ধারার মিডিয়াতে তাদেরকে নিয়ে হেডলাইন [1] লেখা হচ্ছে, আর জান্তা যখন ইন্টারনেট ব্লক করার চেষ্টা করেছে [2] তখন বিক্ষোভে ফেটে পড়েছে সবাই।

বিক্ষোভের চুড়ান্ত মুহর্তে গ্লোবাল ভয়েসেসের দক্ষিন-পূর্ব এশিয়ার সম্পাদক প্রিতম রায় [3] প্রতিদিন রিপোর্ট করেছেন, লিঙ্ক আর অনুবাদ পাঠিয়েছেন নিবেদিত বার্মিজ লেখকদের সহায়তায়। এই সব লেখাগুলোকে আমরা একটা বিশেষ প্রতিবেদন পাতায় সংকলিত করেছি [4] যার মধ্যে মূলধারার মিডিয়ায় বার্মিজ ব্লগারদের লেখাগুলোর লিঙ্ক আর বিক্ষোভকারীদের জন্য সিটিজেন মিডিয়া প্রচারনার লিঙ্কও আছে।

এমএসএনবিসি র টেক ব্লগার উইল ফারনিয়া বলেছেন [5]:

এই ধরনের আন্তর্জাতিক খবরের জন্য গ্লোবাল ভয়েসেস আপনার প্রথম ক্লিকের জায়গা হবে, শুধু খবরের জন্য নয় বরং আরও কাজের লিঙ্ক এবং স্থানীয় ভাষার রিপোর্টগুলোর অনুবাদের জন্য। দরকারী খবর পড়ার জন্য এলোমেলোভাবে বিভিন্ন ব্লগে ক্লিক করার থেকে এটি বেশি কাজের।