পাকিস্তানঃ ব্লগ-ও-ডিটেনশান

প্রথমেই আমি গ্লোবাল ভয়েসের পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি বিগত কয়েক মাস গ্লোবাল ভয়েসে অনুপস্থিত থাকার জন্যে। আমার কাছে এই দীর্ঘ অনুপস্থিতির কোন যুক্তিযুক্ত কারন নেই, তাই আপনাদের কাছে সত্যি বলতে হবে। এলিয়েনরা আমাকে অপহরন করেছিল। না, তারা ভিন গ্রহের নয় বরং বেআইনি ধরনের আর ফক্স নিউজে যেমন দেখা যায় তার থেকে আর একটু খারাপ। তারা টাকা চেয়েছিল কিন্তু আমার পরিবার না করে দেয়। কয়েক মাস কেটে যায় আর আমার পরিবার তাদের ফোনের উত্তর দেয়াও বন্ধ করে দিয়েছিল। গত সপ্তাহে শেষ একবার আলোচনার পর আমার অপহরনকারীরা আমার পরিবারকে ২০টি সহজ কিস্থিতে ১ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে যাতে তারা আমাকে বিদায় করতে পারে। মুলত: তাদের আমাকে নিয়ে অনেক ভোগান্তি হয়েছে।

এখন পাকিস্তানী ব্লগোস্ফিয়ার থেকে কিছু কৌতুহলদ্দীপক লেখা তুলে ধরার ব্যাপারে আসি। সাবাহাত নামে আমার প্রিয় পাকিস্তানী ব্লগারের কিছু মজার লেখার কথা এখানে বলব, যেখানে সে হতভম্ব আর রাজনৈতিকভাবে প্রাজ্ঞ নয় এমন লোকদের কথা বলেছে:

মোশাররাফ ভুট্টোর মতো ব্যক্তিত্বের অধিকারী নয় কিন্তু প্রথম দিকে সেও বেশ কিছু মানুষের কল্পনাকে জাগিয়ে তুলেছিল আর আজকের নির্বাচনের জানা ফলাফল যখন ঘোষনা করা হল আমার পূর্বের ন্যায় একটি অনুভুতি হয়েছিল। ভুট্টো না বরং জিয়া-উল হকের ভুয়া রেফারেন্ডাম আর কয়েক বছর আগে মোশাররাফের ছায়া এতে দেখা গেছে। আজকে কি ধরনের নির্বাচন হলো? মোশাররাফের জন্য আরো ৫ বছর? আমি আসলে এটা নিয়ে কেমন বোধ করছি?

আনোয়ার হোসেন একটি বিশ্লেষনধর্মী লেখা লিখেছেন যেখানে সে আমেরিকার কুখ্যাত সরকারি ঠিকাদারী সংস্থা, ব্লাকওয়াটার, ইউ এস এ নিয়ে বিস্তারিত লিখেছেন:

ইরাকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তিনটি ব্যক্তিগত নিরাপত্তা ঠিকাদারী সংস্থার মধ্যে ব্লাকওয়াটার সর্ববৃহত। এর রাজস্বের ৯০% আসে সরকারী কাজ থেকে যার মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ কোন কার্যবিধি ছাড়া। প্রতিটি ব্লাকওয়াটার স্থল সৈন্যের পিছনে বার্ষিক ব্যায় ৪৪৫০০০ ইউ এস ডলারের মতো, যা একজন আমেরিকান জেনারেল ২৬ বছর চাকুরি করে যে বেতন পাবেন তার দ্বিগুন।

উইন্ডমিল অফ মাই মাইন্ড করাচির কিছু ব্লগারের সাথে প্রস্তাবিত সাইবারক্রাইম বিল নিয়ে সাক্ষাতকারের কিছু আকর্ষনীয় অংশ তুলে ধরেছেন

আমার সাম্প্রতিক বন্দী অবস্থায়, ভিন গ্রহের মানুষদের কল্যানে, আমি একাকী বন্দীজীবন কাটিয়েছি আর একটি সাইট শুরু করার জন্য সময় দিয়ে। সাথে ছিল আমার ভাই আর বন্ধু আওয়াব, যে ধর্মীয় কারনে ব্লগ করেনা বলে বলেছে। এই সাইটের নাম কুইন্জ আর এখানে বেশ কিছু এক্সক্লুসিভ পডকাস্ট ইন্টারভিউ আছে কিছু বিশিষ্ট লোকের যেমন ড: আরমা বারলাস, প্রফেসার জিয়াউদ্দিন সরকার, সঙ্গীতশিল্পী সাজিদ আর জিশান আর আরো অনেকে। আপনারা এখানে ধর্ম (ইসলাম), রাজনীতি, শিল্প আর সঙ্গীত সম্বন্ধে আলোচনা শুনবেন যেমন আগে শোনেননি, বিশেষ করে মুল ধারার মিডিয়াতে। তাছাড়া আমাদের কাছে কিছু মৌলিক রচনা আছে যা কুইন্জ.কমের জন্য। আমি আশা করি আপনারা সবাই এই সাইটটি দেখবেন।

সর্বশেষে আমি আমার নিজের ব্লগের সর্বশেষ লেখার উল্লেখ করতে চাই। তবে আমি সতর্ক করে দিচ্ছি যে ১৮ বছরের নিচের কারো এই লেখাটি পড়া ঠিক না। এটি মোশান পিকচার এসোসিয়েশান অফ আমেরিকা রেট করেছে।

আজ এখানেই শেষ। আমি আবার এতো বড় বিরতি ছাড়া আর একটি পরিক্রমা নিয়ে শীঘ্রই আসার চেষ্টা করব। নেহা এটি নিশ্চিত করার জন্য আমার জন্য ২ কৌটা সলিড “হুপঅ্যাস” পাঠাচ্ছে যাতে আমি আবার না ঝিমিয়ে পড়ি।

-ওমর আলভি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .