এডওয়ার্ড পপুলা জিজ্ঞেস করছেন, “২ লাখ ডলারের মূল্য কত?“: জিম্বাবুয়েতে এই অর্থ (জিম্বাবুয়ে ডলারে) মূল্যহীন কিছু কাগজ যার মূল্য হয়ত হবে ১০০ নাইজেরিয়ান নায়রা। তবে হয়ত একদম অকাজের নয়, এদেশে পানির খুব অভাব তাই কয়েক ফোটা পানি মিলবে হয়ত। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই পরখ করে দেখুন।