- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: গণহত্যা অস্বীকার

বিষয়বস্তু: বাংলাদেশ, ইতিহাস, যুদ্ধ এবং সংঘর্ষ, লিঙ্গ ও নারী

ম্যাশ (১৯৭১ এর) গণহত্যা অস্বীকার করা নিয়ে লিখছেন [1]: “অর্থনৈতিক এবং রাজনৈতিক সাপ্তাহিকে প্রকাশিত শর্মিলা বোসের ২০০৫ সালের গবেষনা পত্র তিনি দেখিয়েছিলেন যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নি। শর্মিলা বোস এবার আরেকটি লেখা ছাপিয়েছেন যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশী নারীদের ধর্ষনের ঘটনাও অতিরন্জিত”।