আর্জেন্টিনাতে সব্জির আকাল দেখা দিয়েছে এবং টমেটোর মূল্য অনেক বেড়ে গেছে। “এখন তারা খুব দামী জিনিস হয়ে গেছে, ঐতিহ্যবাহী টমেটো আর শষার সালাদের দাম মূল খাবার (আমিষ) এর থেকে বেশী [1]।” – গুড এয়ার্স ব্লগ জানাচ্ছে।
আর্জেন্টিনা: সব্জির মুল্য বৃদ্ধি পেয়েছে
· লিখেছেন Eduardo Avila অনুবাদ করেছেন রেজওয়ান
বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, খাদ্য, পরিবেশ