আমলাতন্ত্র আরব দেশের জীবনের একটি অংশ। মিশরের ব্লগার নোরা ইউনিস আমাদেরকে দেখিয়েছেন যে আমলাতন্ত্রের সাথে ধর্মকে মিলিয়ে ফেললে কি হয়, আমি তার আরবী লেখা এখানে অনুবাদ করছি।
নোরা লিখেছেনঃ
গতকাল আমার উকিলের সাথে ভূমি নিবন্ধন অফিসে গিয়েছিলাম একটি নোটারী ফর্মে স্বাক্ষর করতে । সেখানে আমি অবাক হয়ে গেলাম যখন আমাকে বলা হলো আমার আর আমার উকিলের ধর্ম প্রমান করতে। আমি যেহেতু এই উকিলকে বিয়ে করার চিন্তা করিনি তাই এই মুহূর্তের আগে তার ধর্মের কথা জিজ্ঞেস করার কথা আমার মাথায় আসেনি। আমি একজন ভালো উকিল একটি নির্দিষ্ট কাজের জন্য চেয়েছিলাম আর সে ইহুদি না শিন্টো না অন্য কিছু তাতে আমার বা মিশর দেশকে কোনভাবে প্রভাবিত করেনা বলে আমার ধারনা।
যেহেতু কোন আইন নেই যে একজন অমুসলিম একজন মুসলিমকে নিয়োগ দিতে পারবেনা আর একজন অকোপ্টিক একজন কোপ্টিককে তাই আমি এর কোন ব্যাখ্যা পাইনি এই ছাড়া যে মিশর তার নাগরিকদের বাধ্য করছে একে অপরের মাঝে বিভেদ সৃষ্টি করতে যেখানে কোন বিভেদ নেই।
আমি কখনো চিন্তা করিনি যে এমন দিন আসবে যখন একজন অপরিচিত লোককে আমায় জিজ্ঞেস করতে হবে তার ধর্ম সম্বন্ধে।
- আমিরা আল হুসাইনি