চীনদেশ: চীনা শ্রমিকদের গড়পড়তা মজুরী কত হতে পারে?

ব্লগার জুইয়ং চীনা শ্রমিকদের জন্য একটি ন্যায্য গড়পড়তা মাইনে হিসেব করার চেষ্টা করছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, চীনের একজন শ্রমিক বছরে উৎপাদন করে গড়পড়তা ১২,৬৪২ আমেরিকান ডলার যেখানে একজন আমেরিকান শ্রমিক বছরে উৎপাদন করে গড়পড়তা ১০৪,৬০৬ আমেরিকান ডলার । যদি এই উৎপাদনের আয়ের ৩৯% কর্মীর জন্যে বরাদ্দ করা হয়, তবে একজন গড়পড়তা চীনা শ্রমিকের মাসিক আয় ৩,২৪৬ আরএমবি হবার কথা। কিন্তু, চীনের শহরান্চলে সাধারন শ্রমিকরা কেবল মাসিক ১,৭৫০ আরএমবি বেতন পায় আর গ্রাম থেকে আসা শ্রমিকরা দক্ষিণ চীনের উৎপাদন প্রতিষ্ঠানগুলোতে কেবল মাসিক ৬০০ আরএমবি বেতন পায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .