কোরিয়াঃ রক্তের গ্রুপ আর ব্যক্তিত্ব

ইয়োন্সেই ইউনিভাসিটির গ্র্যাজুয়েট স্কুলের গবেষকরা জানিয়েছেন যে তারা একটা গবেষনা শেষ করেছেন যা মানুষের ব্যক্তিত্ব রক্তের গ্রুপ অনুযায়ী আলাদা হয় সেটি প্রমান করে। তারা দেশ-বিদেশের গবেষকদের রক্তের গ্রুপের প্যাটার্ন নিয়ে কাজ করা ৫০টি গবেষনা প্রোগ্রাম থেকে উপাত্ত নিয়েছে। যদি কিছু রিপোর্টে একই জিনিষ দেখা যায় তাহলে সাধারন জ্ঞান প্রয়োগ করে জনপ্রিয় সংস্কৃতি থেকে সাফল্যান্ক (স্কোর) যোগ করেছেন তারা আর তা বিয়োগ করেছেন যদি উল্টো ব্যাপার দেখা যায়।

স্কিলইউ সারসংক্ষেপ করে বলেছেন:

রিপোর্টে একটি বিষ্ময়কর ফলাফল আছে। এটি ‘বি’ রক্তের গ্রুপ নিয়ে। এটি অনেকেরই জানা আছে যে যাদের বি গ্রুপ সেই সব লোকের ব্যক্তিত্ব কি বাজে, আর এই রিপোর্ট তাই দেখিয়েছে।

ব্লাড টাইপ-ইন্ট্রোভার্সন-লজিক-স্ট্যাবিলিটি-লিডারশিপ-কন্সিডারেশন

‘এ’ -১৪-১০-১০-৪-২

‘বি’ -৬ -৭ -৭ -১ -৩

‘ও’ -১৫-১-৬-৩-০

‘এবি’ -৫-৪-৩-৭-০

‘এ’ রক্ত গ্রুপের লোকেরা অন্তর্মূখী কিন্তু ষ্থিতিশীল, চিন্তাশীল আর বিচারবুদ্ধিসম্পন্ন । এটি ভালো। ও রক্ত গ্রুপের লোকেরা বহি:মুখী আর ধীরস্থির এবং ভালো নেতা হয়। এবি রক্ত গ্রুপের লোকেরা ভালো আর সহজসরল। কিন্তু বি রক্ত গ্রুপের লোকদের দিকে দেখা যাক। অভ্যন্তরীনতা -৬, যুক্তি -৭, ষ্থিতিশীলতা -৭, নেতৃত্ব -১, বিবেচনা -৩। তারা অযৌক্তিক, অস্থিতিশীল, নেতৃত্ব আর চিন্তা নেই …

পিকে৪৬ এর মতো বেশ কিছু নেটিজেন এই ধারনার ক্ষেত্রে পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনা করেছে।

রক্তের গ্রুপ অনুযায়ী ব্যক্তিত্ব ভাগ করা কোরিয়া আর জাপানের অনেক কুসংস্কারের মতোই একটি কিছু। মজা করার জন্য এটি ঠিক আছে কিন্তু সমস্যা তখন হয় যখন মানুষ এটি ব্যবহার করে অন্যকে বিচার করে আর ছোট করে। পশ্চিমের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না আর তাদের কোথাও এটি লিখতে হয়না। আর তারা মনে করে যে একজনকে তার রক্তের গ্রুপ দিয়ে ব্যক্তিত্ব বিচার করা বেশ মজার। ব্যক্তিত্ব যে রক্তের গ্রুপ দিয়ে নির্ধারিত হয় তা প্রমান করার মত কিছু নেই। বিদেশী পন্ডিতদের এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা হয়তো বলবে যে , “এমন কোন জিনিষ আছে কি?”

ডিসিইনসাইড মনে করেন যে এই উপপাদ্যকে ভবিষ্যত জ্ঞানের জন্য ব্যবহার করা যায় যদিও সে নিজে এটি বিশ্বাস করে না।

আমার সাথে দেখা হওয়া ৮০% মহিলা বিশ্বাস করে যে রক্তের গ্রুপ ব্যক্তিত্ব ঠিক করে। আমার মনে হয় এটির কোন ভিত্তি নেই আর আমি কোন মহিলাদের পত্রিকা এটি নিয়ে লিখতে দেখিনি। আমার ৫% এর মতো ভুল হতে পারে। ঐতিহ্যবাহী কোরিয়ান ঔষুধের থেকে এর নির্ভরযোগ্যতা বেশি হতে পারে… কয়েক হাজার বছর পর যখন ওই মহিলাদের পত্রিকা মাটিতে চাপা থাকবে, কেউ হয়তো তা বের করে আদিম জ্ঞানের ধারা হিসাবে পুজো করতে পারে। এটি ডোং-এইউ-বো-গ্যামের (সবচয়ে মর্যাদাকর ও ঐতিহ্যবাহী কোরিয়ান চিকিৎসাবিদ্যার বই) মতো সম্মানীত হতে পারে।

রক্তের গ্রুপ আর ভাই বোনদের মধ্যে কত নম্বরে জন্মেছে তার উপর শারীরিক বৈশিষ্ট্য নিভর করে। এখানে প্রথম সন্তানের রক্তের গ্রুপ অনুযায়ী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেয়া হলো।

একজনের ব্যক্তিত্ব তার রক্তের গ্রুপ আর ভাই বোনদের মধ্যের সম্পর্কের মাধ্যমে বোঝা যায়।

‘এ’ রক্তের গ্রুপ, স্বাপ্নিক ও রোমাঞ্চকর:

স্পর্শকাতর ব্যক্তি। যে কোন ছোট ব্যপারেও একে আঘাত করা যায় আর প্রয়োজন ছাড়াই এরা স্পর্শকাতর। আপনি নিজের মতো চিন্তা করেন, বিশ্লেষন করেন আর ভুল বোঝেন। কিন্তু নিজের চিন্তা গোপন করে অন্যদের খেয়াল করেন ও প্রাধান্য দেন বলে আপনাকে ভালো বলে মনে হয়। রোমাঞ্চকর মুড আপনার ভালো লাগে যেখানে বাস্তবতা ভুলে কাল্পনিক জগতে থাকা যায়। বিষ্ময়করভাবে, আপনি একজন একগুয়ে এবং ত্রুটিহীনভাবে কাজ করার মানুষ।

‘বি’ রক্তের গ্রুপ, উপভোগকারী আশাবাদী:

আশাবাদী যে জীবনকে উপভোগ করে। আপনি বিপর্যয়ের মুখেও হাসতে পারেন। রোমাঞ্চের ভাব থাকার কারনে আপনি মাঝে মাঝে বাস্তবতা থেকে দূরের চিন্তা করেন। কিন্তু আপনি যদি স্বাধীন জীবন খুব বেশী উপভোগ করেন তাহলে আপনার হঠাৎ করে শত্রু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সহজে হার মানা ব্যক্তিত্ব আপনাকে পাল্টাতে হবে। তাড়াতাড়ি ছেড়ে দেয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে…

‘ও’ রক্তের গ্রুপ, আস্থাসহ নেতৃত্ব:

আপনার উজ্জ্বল ব্যক্তিত্ব আর আপনি অন্যকে ভালোভাবে নেতৃত্ব দেন। আপনার দয়ালু স্বভাবের জন্য আপনি কাউকে বিপদে ফেলে রাখতে চান না। আপনি আপনার জীবনকে নাটকীয় করতে চান, যার জন্য আপনার সাথে লোকেরা সব সময় আরামে থাকতে পারেনা। ভুলবেন না যে সাধারন জীবনেও আনন্দ আছে। আপনি নিজেকে নিয়ে গর্বিত আর অন্য লোকের দ্বারা ব্যাঘাত পছন্দ করেন না। আপনি নিজের মতো থাকতে চান , কিন্তু বেশি আস্থা আপনাকে বিপদে ফেলতে পারে। অকৃতকার্য হলে আপনি এই জন্য বেশী আঘাত পাবেন। সহজে সব কিছু নেন আর মনে রাখবেন যে আপনিও অকৃতকার্য হতে পারেন।

‘এবি’ রক্তের গ্রুপ, ধৈর্য আর মনোযোগে একই ধারা

আপনার দৃঢ় ধৈর্য আর মনোযোগের কারনে আপনি যে কোন কিছু করতে পারেন। অন্যদের সাথে কাজ করার সময় আপনি কাজ ঠিকমত হওয়ার জন্য সাহায্য করতে পারেন। প্রকৃতি আর রাজনীতি নিয়ে উৎসাহ থাকায় আপনি বুদ্ধিমত্তায় ভরা। যারা আপনার মতো অতোটা জানে না তাদেরকে বোকা প্রমানিত করে আপনি আধিপত্য বজায় রাখেন। অন্যকে নীচে করে দেখবেন না। মনে রাখবেন, যে অন্যের মতামত আর জীবন ধারাকে সম্মান করা উচিত।

উক্ত ব্লগে রক্তের গ্রুপ অনুযায়ী আর ভাই-বোন অনুসারে ব্যক্তিত্বের আরো বিশ্লেষন আছে।

অন্যরা মন্তব্য করেছে, “এটা শুধু মজার জন্য করবেন, ধর্মান্ধ লোকের মতো নয়,” আর “মনে হচ্ছে বি রক্তের গ্রুপকে অযাচিতভাবে শুলে চড়ানো হচ্ছে,” আপনি কি এই মতবাদে বিশাস করেন?

একটি ভিডিও ক্লিপও আছে যেখানে দেখানো হয়েছে কি করে বিভিন্ন রক্তের গ্রুপ মারামারি করে।

- হেউজিন কিম

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .