- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

[গ্লোবাল ভয়েসেস বিশেষ অনুষ্ঠান] ত্রিনিদাদ এবং টোবাগো: এলমুনিয়াম উৎপাদনকারীর বিরুদ্ধে প্রতিবাদ ইন্টারনেটের মাধ্যমে

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, আইসল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রতিবাদ, ব্যবসা ও অর্থনীতি

আতিল্লাহ স্প্রিন্গার ত্রিনিদাদ এবং টোবাগোর [1] একজন সাংবাদিক, প্রতিবাদী এবং একজন ব্লগার [2]। তিনি একটি প্রতিবাদ আন্দোলনের [3] সদস্য যা এই বছরের প্রথম দিকে ত্রিনিদাদের গ্রামান্চলের এক বসতি থেকে বৃহৎ এলুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালকোয়াকে [4] উৎখাত করেছে। এই প্রতিষ্ঠানটি সেই অন্চলে পরিবেশ দুষনকারী [5] এলুমিনিয়াম গলানোর একটি বৃহৎ চুল্লী বসাতে চেয়েছিল।

এই পডকাস্টে আমি আতিল্লাহর সাথে আলাপ করব কিভাবে এই প্রতিবাদ কার্যক্রম সংগঠিত করার জন্যে ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।

[display_podcast]

প্রাসঙিক কিছু গুরুত্বপূর্ণ লিন্ক:

- নো স্মেল্টারস ইন ত্রিনিদাদ এন্ড টোবাগো [6] ওয়েবসাইট

- রাইটস একশন গ্রুপ [7] -ব্লগ

- স্মেল্টা ক্যারাভ্যান [8] – ওয়েব সাইট

- সেভিং আইসল্যান্ড [9] – আইসল্যন্ডের এন্টি স্মেল্টারস গ্রুপ

আতিল্লাহ আইসল্যন্ডের এন্টি স্মেল্টারস গ্রুপের প্রতিবাদকারীদের সাথে।

স্মেল্টা ক্যারাভ্যানের সামনে একজন প্রতিবাদকারী। এই মোবাইল ইউনিটটি বিভিন্ন অন্চলে গিয়ে এই আন্দোলন সম্পর্কে তথ্য প্রচার করেছে ও সমর্থন আদায় করেছে।

ত্রিনিদাদের ইউনিয়ন গ্রামের একজন: এখানে এলুট্রিন্ট আরেকটি চুল্লী বসানোর পরিকল্পনা করছে।

আতিল্লাহর পোর্ট্রেট: ক্যারিবিয়ানফ্রিফটো [10]

অন্যান্য ছবি: আতিল্লাহ স্প্রিন্গারের [11] সৌজন্যে