ইরান সরকার সে দেশে গুগলের সার্চ ইন্জিন এবং এর বিনামুল্যের ওয়েবমেইল সার্ভিস জিমেইলকে আটকে দিয়েছে, জানাচ্ছেন মেয়ার সংবাদ সংস্থা। “আমি নিশ্চিতভাবে বলতে পারছি যে এই সাইটগুলোকে ফিল্টার করা (আটকে দেয়া) হয়েছে,” বলছেন হামিদ শাহরিয়ারী, ইরানের তথ্য সংক্রান্ত জাতীয় কাউন্সিলের সচিব।