মায়ানমার: গুজব ছড়াবেন না

ব্লগার ডন  বার্মীজদের গুজব না ছড়াতে অনুরোধ করেছেন। “যেমন গুজব ছিল যে সিটওয়েতে (মায়ানমারের পশ্চিম উপকুলের একটি উপকুল) সুনামী আঘাত হানবে কোন একটি নির্দিষ্ট দিনে।  অনেকেই এ নিয়ে কথা বলছিল এবং উদ্বিগ্ন ছিল। আমি জিজ্ঞেস করলাম এখবর তারা কোথা থেকে পেয়েছে?..যদি সত্যিই বিশ্বাসযোগ্য কোন উৎস তারা দেখাতে পারত তাহলে আমি হয়ত বিশ্বাস করতাম। কিন্তু তারা বলতে পারেনি তেমন কোন উৎস।  “না আমি বিদেশী রেডিওতে শুনেছি…”, “না আমি ইন্টারনেটে এটি পড়েছি..”, এমনই বলল তারা।  কি বলব, দিনটি কেটে গেল কোন সুনামি  ছাড়াই।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .