- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

থাইল্যান্ড: ফুকেট বিমান দুর্ঘটনা

বিষয়বস্তু: থাইল্যান্ড, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম, ভ্রমণ

আজ বিকেলে ফুকেট বিমানবন্দরে বিমান দুর্ঘটনা নিয়ে থাইল্যান্ড এবং অত্র অন্চলের ব্লগাররা তাদের মতামত প্রদান করছেন। ফুকেট থাইল্যান্ডের একটি নামকরা পর্যটন অন্চল এবং বহু বিদেশী এবং স্থানীয়রা এর সমুদ্রসৈকতে ভ্রমন করতে আসেন। একটি বাজেট এয়ারলাইন [1] (সুলভমূল্যে পরিবহনকারী) ফ্লাইট ওজি২৬৯ ব্যান্কক থেকে দেশী বিদেশী পর্যটকদের নিয়ে ফুকেট আসছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮।

ফুকেটের স্থানীয় ব্লগার দ্যা লস্ট বয় দুর্ঘটনার কারন সম্পর্কে লিখেন: [2]

বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে পাইলট বিমানটি অবতরনের প্রস্তুতি নেয়। কিন্তু জোড় হাওয়া তাকে সমস্যায় ফেলে দেয়। বিমানটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং পাইলট আবার উড্ডয়নের চেষ্টা করে।

ইতিমধ্যে নিয়ন্ত্রন হারানো বিমানটি প্রয়োজনীয় গতি না থাকায় উড়তে না পেরে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এটি একটি দেয়াল ও গাছে আছড়ে পরে এবং দু'টুকরো হয়ে যায়।

এছাড়া দ্যা লস্ট বয় ফুকেট বিমানবন্দরের পরিস্থিতিও বর্ণনা করে [2]

ব্যান্কক পন্ডিত কিছু সময় অন্তর অন্তর তার ব্লগে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করছে [3]

লিলিয়ান মৃতদের পরিবার এবং ফুকেট বাসীদের কাছে তার সমবেদনা জ্ঞাপন করছে। [4]

আমার কষ্ট হচ্ছে বিমানটির যাত্রীদের এবং তাদের পরিবারের জন্যে। এছাড়াও দমকল বাহিনী ও হাসপাতালের কর্মী বা পুলিশ যারাই এ দুর্যোগ মোকাবেলা করছেন তাদের জন্যেও। বিশেষ করে সুনামির দুর্যোগের ধকল কাঁটতে না কাঁটতে তাদের জন্যে আসলো আবার এই দুর্যোগ।

বিমান কোম্পানীটির ওয়েবসাইটে [1] কিছু ফোন নম্বর দেয়া আছে যারা এই দুর্ঘটনাসম্পর্কে জানতে চান তদের জন্যে:

ওজি/ওএক্স ২৬৯ ফ্লাইটটির দুর্ঘটনা সম্বন্ধে যে কোন তথ্যের জন্যে দয়া করে নিন্মলিখিত অস্থায়ী নম্বরগুলোতে যোগাযোগ করুন (১১২৬ ছাড়াও)
০৮৫-১৫৫-৪৬২২
০৮৫-৯১১-৫০৯২
০৮৫-৯১৮-৩৪২২
০২-৫৩৫-৭৬৬২
০২-৫০৪-৩২২৭
০২-৫০৪-৩৬৪২

(থাইল্যান্ডের আন্তর্জাতিক ফোন কোড হচ্ছে ৬৬)