রাশিয়া: ভিক্টর জুবকভের আকস্মিক মনোনয়ন

প্রেসিডেন্ট ভাদিমির পুতিন আজ (সেপ্টেম্বর ১২) রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফ্রাদকভের পদত্যাগপত্র গ্রহন করেন এবং অনেক রাশিয়া-বোদ্ধাদেরকে হতবুদ্ধি করে ভিক্টর জুবকভকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন দিয়েছেন। জুবকভ সুপরিচিত ফেডারেল ফাইনান্সিয়াল মনিটরিং সার্ভিসের প্রধান ছিলেন।

সাইবেরিয়ান লাইট ব্লগের এন্ডি লিখেছেন:

এই সিদ্ধান্তে বেশিরভাগ বিশ্লেষক ভুল প্রমানিত হয়েছেন আর নতুন যে বিষয়ে সবাই একমত হয়েছে সেটা হলো যে বিরোধী ক্রেমলিন গোষ্ঠীর মধ্যে সিদ্ধান্তবিহীন ক্ষমতার লড়াই চলছে আর জুবকভ চাকরিটা পেয়েছেন কারন তিনি আক্রমনাত্মক নন ( উদাহরনস্বরুপ বিবিসির ভাবমুর্তি)। কিন্তু সেটিই যদি ঘটনা হয় তাহলে ফ্রাদকভ পদত্যাগ করলই বা কেন?

ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পুতিনের কৌতুক করার খারাপ অভ্যাস আছে আর ক্রেমলিনোলজিস্টদের প্যাঁচে ফেলার থেকে বেশি সে কিছু পছন্দ করেনা।

স্ক্র্যাপস অফ মস্কো ব্লগের লিন্ডন ফ্রাদকভকে বিদায় জানিয়েছেন, ‘ক্রেমলিনোলজিকাল টি-লিফ-রিডিং’ নিয়ে লিখেছেন আর একজনের মন্তব্যের জবাবে লিখেছেনঃ

রাশিয়ার ব্যাপারে প্রায়ই ভবিষ্যৎবানী করা যায়না, এই কারনে আমরা একে অনুসরন করতে এতো ভালোবাসি।

সন'স রাশিয়া ব্লগের সন গিলোরি পাজামাস মিডিয়া ব্লগের জন্য ক্ষমতার পরিবর্তন সংক্রান্ত খবরগুলো পর্যালোচনা করেছেন আর বলেছেন যে একজন স্বল্পখ্যাত রাজনীতিবিদের আজকের মনোনয়ন যুক্তিসম্মতঃ

রাশিয়ার রাজনীতির হিসাবে এই পদক্ষেপ আশ্চর্যজনক নয়। ইয়েলেতসিন ১৯৯৯ এ যা করেছিল পুতিন তাই আবার করছেন। কারো হয়তো মনে থাকবে যে ৯ আগাস্ট ১৯৯৯, ইয়েলেতসিন প্রধানমন্ত্রী সেরগেই স্তেফাসিনকে পদচ্যুত করেছিলেন। সেই সময় ইয়েলেতসিনের উদ্দেশ্য ছিল তার রাজনৈতিক ধারাকে বজায় রাখা। পুতিনের নিয়োগ তার প্রেসিডেন্ট হওয়ার রাস্তা তৈরি করেছিল, একটি স্থান যেখান থেকে সে ইয়েলেতসিনের অনুসারীদেরকে স্থানচুত করে নির্বাসনে পাঠিয়েছিল। জুবকভের নিয়োগ কি এই ধরনের কিছুর আগাম বার্তা?

দ্যা এক্সিডেন্টাল রুসোফাইল ব্লগের ডাব্লু শেড ও আশ্চর্যান্বিত নন:

আমি বেশ কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় বলছি যে পুতিন যদি ২০১২ তে আবার প্রেসিডেন্ট হিসাবে আসতে চায় তাহলে তাকে ইভানোভ বা মেদভেদেভের থেকে কম শক্তিশালী কাউকে মনোনয়ন দিতে হবে। কারন, এরা দুইজনই কেন ২০১২ এ পুতিনের জন্য সরে দাঁড়াবে? আর ইভানোভ বা মেদভেদেভ ৪ বছর সফলভাবে ক্ষমতায় থাকলে রাজনৈতিকভাবে রাশিয়ায় কি একটা বিভাজনের ক্ষেত্র তৈরি হয়না?

আমি ভেবেছিলাম সে সেন্ট পিটার্সবাগের মেয়র ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কোর মত কাউকে পছন্দ করবে । পুতিন এখনো এমন কিছু করতে পারে, এই ধরনের কাউকে প্রেসিডেন্টের জন্য মনোনয়ন করতে পারেন। সে যত বেশি ক্রেমলিনে বিভেদ তৈরি করবে তত তার ২০১২ তে জেতা সহজ হবে।

- ভেরোনিকা খখলোভা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .