- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে, সিঙ্গাপুর আর ব্যাংককেও অনুভূত হয়েছে

বিষয়বস্তু: ইন্দোনেশিয়া, তাইওয়ান (ROC), সিঙ্গাপুর, তাজা খবর, দুর্যোগ

ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ৭.৯ মাপের ভূমিকম্প কয়েক ঘন্টা আগে আঘাত হেনেছে। মালায়শিয়া, ইন্দোনেশিয়া আর ভারতের কর্তৃপক্ষ সুনামির সতর্কবার্তা প্রেরন করেছে। দক্ষিন পূর্ব এশিয়া থেকে ভুকম্পন অনুভূত হওয়া নিয়ে ব্লগিং ইতিমধ্যে শুরু হয়েছে।

ব্যাংকক থেকে সানি লিখেছেন [1]:

ব্যাংককের কিছু বহুতল বাড়িতে কম্পন অনুভূত হয়েছে, সিলমে লোকেরা তাদের অফিস থেকে ছুটে বেরিয়ে গেছে। সেন সাইব খালের পানি বাড়তে দেখেছে অনেকে। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমার কিছু বন্ধু বলছিল যে সিলম সড়কে জানযট হয়েছে।

এক্সএক্সইং সিংগাপুরে তার ফ্ল্যাট কাঁপতে দেখেছেন [2]:

৩০ মিনিট আগে আমার ফ্ল্যাটের পুরো ব্লক কাপছিল, আমি তা অনুভব করেছি! ৭.১৪ থেকে শুরু হয়ে প্রায় ২ মিনিট স্থায়ী ছিল । গতবারের থেকে এবারের কম্পন বেশি ছিল। আমি ভাবছিলাম কোন দেশে এমন ভুমিকম্প হচ্ছে?

সিঙ্গাপুর থেকে মি: মিয়াগি লিখেছেন [3]:

এখুনি হলো। নাওমি ভেবেছিল যে বিড়াল সোফার নিচে ঢুকে নাড়াচ্ছে আর তাই তার মাথা ঘুরছে। কিন্তু তার পরে আমরা বিড়ালটিকে তার জায়গায় পেয়েছি। তাই সে আমাকে তখন বলল সোফায় বসে দেখতে যে ওটা নড়ছে কি না। “কেন?” সে আমাকে জিজ্ঞাসা করল। “আমার মনে হয় সোফার সিটটা ঠিকমত বসেনি,” আমি বললাম। আমি আর একটা সোফায় বসলাম দেখার জন্য যে ওটা নড়ে কি না আর দেখি যে ওটাও নড়ছে। তার পর এক গ্লাস পানিতে দেখলাম যে ছোট ছোট তরঙ হচ্ছে।

সিঙ্গাপুরের থার্টি পাউন্সেস তার কম্পিউটারে কাজ করছিল ছিল যখন কম্পনে সে ভীত হয়ে পড়ে [4]:

কম্পিউটারের সামনে বসে ছিলাম যখন আমার মনে হলো যে আমার মাথা ঘুরছে। তারপর আমি দেখলাম যে এক এক দিকে ১ ইঞ্চি করে কামরা নড়ছে, হাল্কা কিন্তু দ্রুতভাবে নড়ছে। তারপরেই আমি দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে দৌড় দিয়েছি। ইন্দোনেশিয়াতে ৭.৯ স্কেলে ভুমিকম্প। নিচের তলায় যাওয়ার পর আমি এটা আর অনুভব করিনি, কিন্তু ১৭ তলায় তা আমাকে ভীত করার জন্য যথেষ্ট ছিল।

-প্রীতম রাই