সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ, মুম্বাইয়ের সাইবার কাফেগুলোতে কি স্ট্রোক লিপিবদ্ধ করার সফ্টওয়ার ইনস্টল করার পরিকল্পনা করছে। সিএআরএমএস (সাইবার এক্সেস রিমোট মনিটরিং সিস্টেম) নামক এই নুতন মনিটরিং সফ্টওয়ারটি, যা মুম্বাই পুলিশ ৫০০টি সাইবার কাফেতে লাগাবে বলে ভাবছে, ” লিপিবদ্ধ করবে কম্পিউটার ব্যবহারকারীদের প্রতিটি কি টেপা এবং সরকারের কাছে এই তথ্য চলে যাবে – মনে হচ্ছে সাথে সাথেই”, জানাচ্ছেন ভারতীয় সাংবাদিক অমিত ভার্মা।