এ সপ্তাহে প্যালেস্টাইন: দুদিন আগে হামাসের সাথে যুক্ত গ্রুপের সংঘাতের প্রতিবাদে গাজাবাসি ধর্মঘটে গেছে। হামাস ক্ষমতায় যাওয়ার তিন মাসের মধ্যে এটিই প্রথম ধর্মঘট , রবিবারে বেশিরভাগ দোকান, ইউনিভার্সিটি এমনকি হাসপাতালও বন্ধ ছিল। হামাস এটাকে অগ্রাহ্য করে তাদেরকে দুর্বল করার জন্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের চাল বলে ঘোষনা দিয়েছে।
এই সপ্তাহের প্রথমে প্যালেস্টিনিয়ান শিশুরা যারা ইজরায়েলিদের জঞ্জাল খেয়ে বেঁচে আছে তাদের ছবি নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে।
ছবি: সাইদাওয়ি
সকল গুরুত্বসহ…
ডেজার্টপিস লিখেছেন, উইকিপিডিয়া কি সেন্সরশিপ ক্লাবে যোগদান করলো?
আমাদের স্থানীয় শিল্পী , আমার সহযোগী আর বন্ধু বেন হাইনকে আবারো নেতৃত্ব দেয়ার জন্য বাছাই করা হয়েছে… সে অন্যতম প্রথম একজন ইহুদি বিরোধী যাকে ডেইলি কেওস থেকে সেন্সর আর পরে ব্যান করা হয়েছে কয়েক মাস আগে। কারন শুধুমাত্র সে তার সততা আর তার মূল্যবোধের ব্যাপারে কোন সমঝোতা করবে না বলে। মনে হচ্ছে উইকিপিডিয়া একই রাস্তায় তাদের ওখানে তার সমস্ত লেখা মুছে ফেলেছে। লেখাটা এমন ছিল … বিস্তারিত
ডিসেন্টারিং দামাস্কাস এ-রাব ম্যাগাজিনের প্রথম ইস্যু প্রকাশ করার ঘোষনা দিয়েছেন। এ সপ্তাহে এ্যানিস লেটার ব্লগে দ্যা জরডান টাইমসে প্রকাশিত একটা নতুন খবর নিয়ে লেখা হয়েছে যেখানে বলা হয়েছে যেখানে জর্ডানের রানি রানিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে বিবেক ও নৈতিকতার ভাষা ব্যবহার করতে আহ্বান করেছেন:
“ … পশ্চিমা দেশগুলো শুধু ইজরায়েলিদের বিরুদ্ধে সন্ত্রাসি হামলা দেখে কিন্তু আরবদের মনের মধ্যে এই চিত্রই ভেসে ওঠে যে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনি ছেলে মেয়েরা কোন দেশ ছাড়া বড় হচ্ছে যাদের কোন অধিকার নেই, কোন ভবিষ্যত নেই – একটি চিত্র যা গত ৫০ বছরে পাল্টায়নি”… বিস্তারিত
ফিলিস্তিনি শিশুদের নিয়ে আর একটা খবর নিউ ইয়র্ক টাইমসের ক্যামেরাতে তোলা হয়েছে আর কাববফেস্ট তা ব্লগে দিয়েছেন যেখানে তারা ইজরায়েলি আবর্জনা থেকে খেয়ে বেঁচে আছে দেখানো হয়েছে:
এটি একটি ভয়ঙ্কর দৃশ্য । তারপরেও নিউ ইয়র্ক টাইমসকে শুভেচ্ছা দিতে হয় এটা ছাপার জন্য যার সাথে একটি লেখা আর মন্তব্যসহ কিছু ছবি ছিল…
ফিলিস্তিনিরা এতো নির্ভরশীল হয়ে পড়েছে, যে কোন পজিটিভ চিন্তা করা লোক চাইবে যে ইজরায়েলকে আমেরিকা সাহায্য করুক। কোটি কোটি ডলার প্রতি বছর যা ইজরায়েলে যায় তা নিশ্চয় ইজরায়েলী দখলকারিদের জীবন যাপনের জন্য সরাসরিভাবে না হলেও ব্যবহৃত হয়।
হাইথাম সাব্বাহ একটা আমেরিকান-ফিলিস্তিনি পরিবার এর দুরবস্থার কথা তুলে ধরছেন যাদেরকে তেল আবিব, ইজরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আলাদা করা হয়েছিল জোর করে কারন তাদের পিতার ফিলিস্তিনি ঐতিহ্য রয়েছেঃ
১৮ আগস্ট যখন তারা বাড়ি ফিরছিল তখন ইজরায়েলী নিরাপত্তা কর্মী বাচ্চাদের বলে যে তাদের বাবা ফিলিস্তিনি বংশভূত হওয়ার কারনে তারা আমেরিকান হিসাবে ফেরত যেতে পারবেনা, জানায় ওয়েদাদ ইয়াকুব। মা ওয়েদাদ ইয়াকুব আর তার ১০ ছেলেমেয়েকে তারা প্লেনে উঠতে দেয়নি। তাকে বাধ্য করা হয়েছিল বেছে নিতে যে সে সবাইকে নিয়ে প্যালেস্টাইনে থেকে যাবে না সব থেকে ছোট ৩ জন কে নিয়ে বাকিদের রেখে আমেরিকায় ফেরত চলে যাবে…বিস্তারিত
কিন্তু ভালো খবরও আছে…
উমকাহলিল জানিয়েছেন যে নতুন ২০০৮ এর ক্যালেন্ডার “প্যালেস্টাইনের রঙ” এখন পাওয়া যাচ্ছেঃ
২০০৮ এর “ প্যালেস্টাইনের রঙ” ক্যালেন্ডার প্যালেস্টাইনের মহান শিল্পী নাজি আল-আলিকে উৎসর্গ করা হয়েছে আর এখানে তার বেশ কিছু নামকরা কার্টুন আছে।