- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

থাইল্যান্ড: নতুন কম্পিউটার অপরাধ আইনের প্রথম বলি

বিষয়বস্তু: থাইল্যান্ড, আইন, বাক স্বাধীনতা

মনে হচ্ছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ সাম্প্রতিক বলবৎকৃত কম্পিউটার অপরাধ আইন ব্যবহার করে দুইজন থাই নাগরিককে আটক করেছে [1] যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইন্টারনেটে দেশের সম্মানিত রাজার বিরুদ্ধে আক্রমনাত্মক মন্তব্য করেছে। প্রাচাথাই রিপোর্ট করছে [2] “কমপক্ষে একজন থাই নাগরিককে ব্যংকক রিমান্ড কারাগারে প্রেরন করা হয়েছে নতুন কম্পিউটার অপরাধ আইনের আয়তায় (১৮ জুলাইতে বলবৎ হওয়া) অপরাধ করার জন্যে।”