গুয়াদেলুপ এর ব্লগ কনভেনশন পুখ উন নুভেল গুয়াদেলুপ আইএমএফ এর পরবর্তী প্রধান হিসেবে একজন ইউরোপিয়ানের সম্ভাব্য নির্বাচনের সমালোচনা করেছেন (ফরাসী ভাষায়)। তিনি লিখছেন এবারে আইএমএফ এর নেতৃত্ব এশিয়া, ল্যাতিন আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুন্জ বা আফ্রিকা থেকে নির্বাচন করা উচিৎ। তিনি আরও বলেছেন যে বৈশ্বিক শাষনতন্ত্রে সংস্কার আনা দরকার যাতে বিশ্বের সকল সভ্যতা থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে।