বাহরাইনি ব্লগার এস্রা'আ দক্ষিন আফ্রিকার একজন চলচিত্র নির্মাতা'র কথা লিখছেন যিনি অভিযোগ করেছেন যে তাকে বাহরাইনে নিয়োগ দেয়া হয়েছিল এবং তার স্পনসরের সাথে তার চুক্তি নিয়ে সমস্যা হওয়ার পরে তিনি প্রতারিত হন, তাকে অপহরন করা হয় এবং সে দেশ থেকে বের করে দেয়া হয়। ব্লগার মাহমুদ আল ইউসিফ আরও বিস্তারিত জানাচ্ছেন।