- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরাক: ইসলাম ধর্মই কি সমাধান?

বিষয়বস্তু: ইরাক, ধর্ম, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

ইরাক দ্যা মডেল প্রশ্ন করছে [1]: ইরাকে সহিংসতা বন্ধের জন্যে ইসলাম ধর্মই কি সমাধান? তার উত্তর হচ্ছে:

“বাস্তবতা প্রমান করছে রাজনৈতিক ইসলাম আসলে সমস্যার অংশ, সমাধান নয়। এবং এটি শুধু ইরাকের জন্য নয়, এই অন্চলের আরও অনেক দেশের জন্যে যেখানে রাজনৈতিক ইসলাম সক্রিয় রয়েছে। তারা ইসলামের স্বর্ণযুগ সম্পর্কে তাদের বক্তব্য এমনভাবে প্রদান করে যে মানুষ ধর্মের গোড়ামীগুলোতে ফিরে গেলে ও ধর্ম নিয়ন্ত্রিত রাষ্ট্র হলেই নতুন আরেক স্বর্ণযুগ আসবে ইসলামের… কিন্তু কি হয়েছে যেসব দেশে এই ধর্মীয় গোড়ারা শাষন করেছে? নিশ্চয়ই স্বর্ণযুগের কাছাকাছিও কিছু নয়।”