- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনদেশ: বাড়ী ভেঙে ফেলা হচ্ছে

বিষয়বস্তু: চীন, মানবতামূলক কার্যক্রম, মানবাধিকার

জেনজিনিয়ান তার ব্লগে লিখছেন [1] যে সবারই একটি বাড়ী থাকে। এটি কোন সুদুর স্বপ্ন নয়, ন্যুনতম মানবাধিকার। সেন্টার অন হাউজিং রাইটস এন্ড এভিকশনের তথ্য অনুযায়ী বেইজিং শহরে সাড়ে বারো লাখ লোকের বাড়ী ধ্বংস করা হয়েছে অলিম্পিকের জন্য স্থাপনা তৈরি করার জন্যে। সাংহাই শহরে ওয়ার্ল্ড এক্সপোর জন্যে প্রায় ১৮,০০০ লোকের বাড়ী ভেঙে ফেলা হয়েছে।