একটি পনের বছর বয়সী ছেলে আত্মহত্যা করেছে কারন তার অভিভাবকরা তাকে অনলাইন গেমস খেলতে মানা করেছিল। ওল্ড ইউয়ান এবং ওল্ড ই'ন মিডিয়ার রিপোর্টগুলিতে টিনএজারদের পরিপ্রক্ষেতটি কম দেখতে পেয়েছেন। মি: ফ্রাইডে প্রশ্ন করছেন যে সমস্যাটি কি আসলে মিডিয়া বর্ণিত ইন্টারনেট ব্যবহারকে প্রশ্রয় দেয়া নিয়ে না ছেলে-মেয়েদের সাথে বাবা-মার ভুল বোঝাবুঝির সমস্যা।
-পোর্টনয়