মরোক্কোঃ সামনের নির্বাচন

মরোক্কোর সংসদ নির্বাচন চলে এসেছে যাতে ৩৩ দল, ১৮৭০ জন স্থানীয় প্রার্থী আর ২৬ জন জাতীয় মহিলা প্রার্থী নিন্ম সংসদের ৩২৫ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচন অবশ্যই চিত্তাকর্ষক হবে।

এই বছরে মরোক্কোর ৮ম সংসদীয় নির্বাচন হবে, যা ১৯৬০ তে আরম্ভ হয়েছিল মরোক্কোর স্বাধীনতার পর। রাজা ২য় হাসান ১৯৬৫ সালে সংসদ ভেঙ্গে দিয়েছিলেন কিন্তু নতুন রুপ নিয়ে ১৯৬৯ থেকে আবার নির্বাচন শুরু হয়েছিল যদিও এই রুপটি তেমন গৌরবের ছিলনা। ইদ্রিস বাসরি , যিনি সাম্প্রতিককালে মারা গেছেন, নকল ভোটের ব্যবস্থা করেছিলেন যা মরোক্কোর গনতন্ত্রের প্রক্রিয়াকে কলুষিত করেছিল।

গত ১০ বছরে এ অবস্থার পরিবর্তন হয়েছে এবং নির্বাচন গনতন্ত্রের কিছুটা কাছাকাছি এসেছে। রাজা ৬ষ্ঠ মোহাম্মাদ এই প্রক্রিয়াকে স্বচ্ছ করতে অনেক অবদান রেখেছেন আর ১৯৯৭ থেকে নির্বাচনের ভিত্তি হিসাবে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রার্থীর তালিকা ব্যবহার করা হচ্ছে। এর সাথে ৩০টা সংসদ আসন পুরনের জন্য মহিলা প্রার্থীদের একটা জাতীয় তালিকা তৈরি করা হয়েছে ( যদিও মহিলারা বাকি ২৯৫টি আসনের জন্যও চেষ্টা করতে পারবেন)।

পরবর্তি দুই সপ্তাহে আমি মরোক্কোর নির্বাচন সম্বন্ধে যতদূর সম্ভব জানাব।

ইবনে কাফকা যিনি সাধারনত: ফ্রেঞ্চে লিখেন, তিনি তিন ভাগে এখানের নির্বাচনের ইতিহাস বর্ণনা করেছেন (প্রথম এবং দ্বিতীয় ভাগ), সাথে সাথে দমনের ইতিহাসও। শেষেরটির ব্যাপারে তিনি লিখেছেনঃ

এটি ভুল হবে যদি আমরা মনে করি যে এই সব অভ্যাস বন্ধ হয়ে গেছে। এগুলো শুধু কমেছে, মরোক্কোর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে যেখানে ৩৩ টা দল নির্বাচনে অংশগ্রহন করছে আর কিছু দল চেষ্টাই করেনি, যার ফলে পিজেডি ছাড়া কোন বিরোধী দল নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা যা ২০০২ থেকে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রয়েছে তাতে কোন দল সর্বাত্মক সংখ্যাগুরু হয়ে বের হতে পারবেনা। সংসদের একমাত্র বোধগম্য সংখ্যাগুরু তাই একাধিক দলের একটি কোয়ালিশন, আর এই ব্যবস্থার গাঠনিক গুরুত্ব বোঝানোর জন্য মরোক্কো একমাত্র দেশ যেখানে ছয়টি নির্বাচন ধরে ফার্স্ট-পাস্ট-দ্যা-পোস্ট ইলেক্টোরাল সিস্টেম আছে ( ১৯৬৩, ১৯৭০, ১৯৭৭, ১৯৮৪, ১৯৯২, ১৯৯৭) যেখানে কখনও কোন দ্বিমেরুকরন অথবা সংসদে কোন দলের একচ্ছত্র বিজয় হয়নি। অবশ্য বাসরি এই ধরনের ফলই চেয়েছিলেন আর তার পরে ৬ষ্ঠ মোহাম্মাদ পদ্ধতিগুলো একটু ঠিক করেছেন।

মরোক্কান ভোটারদের চিন্তার আর একটা বিষয় হচ্ছে ভোটারদের উপস্থিতি। যদিও এই বছরে অনেক প্রচারনা দেখা গিয়েছে মানুষকে ভোট দিতে উৎসাহিত করার জন্য , কিন্তু সোমিয়াজের মত অনেকে চিন্তিতঃ

আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আর আপনারা আমাকে উদ্ধৃত করতে পারেন “না সরকার না রাজা, কেউ কিছু পরিবর্তন করতে পারবে না, আমাদেরকে পরিবর্তন দাবি করে নিতে হবে!” আমাদের, মরোক্কানদের নাগরিকের মত চিন্তা আর কাজ করতে হবে। আপনার জনপ্রতিনিধিদের ধাক্কা দিন, তাদেরকে দিয়ে কাজ করান… তাদেরকে বোঝান যে আপনি আর কোন সাধারন ব্যক্তি নন বরং আপনি একজন মরোক্কান নাগরিক, যেমন আপনার হওয়ার কথা।

দীঘদিন ধরে আমরা আমদেরকে বিপথে নিয়ে যেতে দিয়েছি; প্রশাসন আমাদের চাকর আমরা নই তাদের। যে কেরানি আপনাকে ভাব দেখাচ্ছে তাকে মনে করিয়ে দেন যে তাকে নিয়োগ করা হয়েছে আপনার কাজ করার জন্য আর যদি আপনি না থাকতেন তাহলে সে এখনো টেম্পস এজেন্সিতে অপেক্ষা করত – তাহলেই মনে হয় তাদের মনে পড়ে যাবে যে তারা কারা। নিজের কন্ঠ, নিজের ভোট ছেড়ে দেবেন না। একমাত্র এইভাবে আমরা আমদের সুন্দর দেশকে ফিরে পেতে পারি।

আগাদির সুসও চিন্তিতঃ

সেপ্টেম্বর ৭ এর নির্বাচন মরক্কোর গনতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত যা দেশের নতুন সরকার আর নতুন প্রধান মন্ত্রীর নিবাচনের চাবী কাঠি। অনেক ভোটারই ৩০টি রাজনৈতিক দল যারা দেশটাকে শাসন করবে তাদের সম্পর্কে বিস্তারিত এখনো জানেন না। নির্বাচন প্রচারনাগুলো এখন মাত্র শুরু হয়েছে কিন্তু এদের লক্ষ্য আর গুনাগুন সম্পর্কে আন্দাজ করা যায়।

মরক্কো

আমাজিঘ ব্লগ খুব একটা আস্বস্ত নয় যে পরিস্থিতি পাল্টিয়েছেঃ

২০০৭ এ কি নতুন?

ব্যক্তিগতভাবে একে যোগ করতে হলে আমি বলবো কিচ্ছু না।

গনতন্ত্র?

আমি মরোক্কান রাজনীতিকে অনেক দিন ধরে বিশ্বাস করিনা, বিশেষ করে যখন ব্যালট বাক্সের কথা ওঠে। সব দলই গনতন্ত্রের কথা বলে, কিন্তু আসলে তা কি?

মিরটাস জানিয়েছেন যে একজন ইহুদি মহিলা নিবাচনে অংশগ্রহন করবেনঃ

কয়েক বছর আগে বিশ্বব্যাপী এটি বড় খবর ছিল যখন রেকর্ড সংখ্যক মহিলাদেরকে মরোক্কান সংসদের বিভিন্ন আসনে বসানো হয়েছিল। এটি আরব/মুসলিম বিশ্বে একটা অভিনব ঘটনা। এখন আর একটা প্রশংসনীয় পরিস্থিতির উদ্ভব হয়েছে।

আঙ্গে ব্লো নবীন লোকদের প্রার্থী হতে না দেখে চিন্তিতঃ

সব মরক্কানরা এই সব মুখ ভাল কারনেই চেনেনঃ স্বাধীনতার পর থেকে এই ভদ্রলোকরা মরোক্কান রাজনিতীর ক্ষেত্রতে বিচরন করছেন। তাদের মধ্যে সব থেকে কম বয়সি হচ্ছেন ৭৬ বছরের। তারা একেকজন ডাইনোসরাস।

তিনি আরো বলেছেনঃ

আমরা চাই নতুন চিন্তা আর নতুন প্রকল্প নিয়ে নবীন শিক্ষিত লোক আসুক।

তার এই শেষ কথা মনে হয় সমগ্র ব্লগগুলোতে ধ্বনিত হচ্ছে। সামনের সপ্তাহগুলোতে মরোক্কান নির্বাচন নিয়ে আরো খবর দেখুন।

-জিলিয়ান ইয়র্ক

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .