আমি এক বন্ধুর কাছ থেকে বেশ রাতে ফোন পেলাম যে জিজ্ঞেস করছিল:”হোসনি মোবারক কি মারা গেছে?” আমি ঠিক জানিনা ও কোথা থেকে খবরটি পেয়েছে, কিন্তু একটি গুজব রটেছে যে হোসনি..বা “বড় স্বৈরাচার”কে জার্মানীর এক হাসপাতালে উড়োজাহাজে করে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা কেউ জানাতে পারছেনা এবং অনেকেই সন্দেহ করছে যে সে মারা গেছে।
- লিখছেন মিশরী ব্লগার ডি বি সোবরাউই