হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয় নয় বছরের একটি প্রতিভাধর ছেলেকে ভর্তি করেছে। উইলসিন এটিকে খুবই হাস্যকর মনে করছেন কারন ছেলেটিকে প্রতিভা দেখানোর জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার দরকার নেই। এবং হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের কষ্টকর জীবন তার শিশু জীবনের সমস্ত আনন্দকে কেড়ে নেবে।
এরিন্নিস মনে করছেন যে বিশ্ববিদ্যালয়টি এই ছেলেকে বিজ্ঞাপনের জন্যে ব্যবহার করছে কারন ইতিমধ্যে স্থানীয় সংবাদপত্রগুলো এ সংবাদ বড় করে ছাপিয়েছে।