সিরিয়া: ব্লগারদের ক্যামেরায় দেখা

হোভিক এবং আব্দ উত্তর সিরিয়ার আলেপ্পো অন্চলের দুই বন্ধু। তারা সিরিয়ার ব্লগোস্ফিয়ারের দুজন অগ্রনী ফটোব্লগার। হোভিক এবং আব্দের ফটোব্লগ দুটি সিরিয়া লুকস এবং সিরিয়া উইন্কস হচ্ছে সিরিয়ার অনলাইন শোরুম।

মৃত শহরগুলো:

এ দুজনের কাছেই গর্ব করার মত চমৎকার সব ছবি আছে মৃত শহর নামের এই ঐতিহাসিক স্থানগুলোর।

হোক সে শুকরানিয়ার বাইজান্টাইন ধ্বংসাবশেষগুলো:

শুকরানিয়া

অথবা শিংখরের ধ্বংসাবশেষগুলো:

শিংখর

ক্রুসেডরদের প্রাসাদ:

তাদের কাছে আরও রয়েছে সিরিয়ায় অবস্থিত ক্রুসেডরদের প্রাসাদের চমৎকার সংগ্রহ।

যেমন মারগাট প্রাসাদ:

মারগাট প্রাসাদ

অথবা নামকরা ক্রাক দো শেভালিঁয়ে যাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপুর্ন মধ্যযুগীয় সামরিক স্থাপত্য হিসেবে ধরা হয়।

ক্রাক দো শেভালিঁয়ে

চার্চ এবং মসজিদ

সিরিয়ার পাহাড়ী মরুভূমিতে ছড়ানো বেশ কিছু মনেস্টেরির ছবির কালেকশন আছে তাদের কাছে। যেমন এই অভূতপূর্ব মার মুসা মনেস্টেরি [সেন্ট মোসেস, দ্যা ইথিওপিয়ান মনেস্টেরি]

সেন্ট মোসেস, দ্যা ইথিওপিয়ান মনেস্টেরি

এবং অবশ্যই ওমাইয়াদ মসজিদের কারুকার্য:

ওমাইয়াদ মসজিদ

তাদের সংগ্রহে শুধু ঐতিহাসিক স্থানগুলোর ছবিই নেই আরও আছে প্রকৃতি, সংস্কৃতি এবং সিরিয়ার শহরগুলোর নাগরিক স্থাপত্যের চিত্র।

এই ব্লগদুটোর ডানদিকের ট্যাগ বার ধরে পাতা উল্টাতে থাকলে মনে হবে যে আপনি সিরিয়ার রাস্তাগুলো, পাহারগুলো, উপকুলগুলো এবং মরুভুমিগুলোর মধ্য দিয়ে ভ্রমন করছেন।

-

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .