- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্যালেস্টাইনঃ ইজরায়েলকে বয়কট, হান্ডালাকে বাদ দেয়া আর অন্যান্য

বিষয়বস্তু: প্যালেস্টাইন, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি, শরণার্থী, সরকার, সাহিত্য

প্যালেস্টাইন
ছবি: ‘এ ব্লগার ফ্রম গাজা'র সৌজন্যে [1]

এ সপ্তাহে ফিলিস্তিনি ব্লগোস্ফিয়ারে ব্লগাররা কিছু গুরত্বপুর্ণ বিষয় যেমন একাডেমিকভাবে ইজরায়েলকে বয়কট করা [2], চেকপয়েন্টগুলো [3] নিয়ে আর সান ফ্রান্সিসকোতে এডোয়ার্ড সাঈদের দেয়ালচিত্র [4] নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও তারা আলোচনা করেছেন বেইট সাহুরে ফিলিস্তিনি সাতারুর আন্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহন [5] আর অন্যান্য ব্যক্তিগত গল্প।

রাজনীতি রাজনীতিঃ

উমখলিল সান ফ্রান্সিস্কোর স্টেট ইউনিভারসিটির জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন স্টুডেন্ন্টস দের নিয়ে তার হতাশা ব্যক্ত করেছেন [4]। কারন তারা ইহুদি কমিউনিটির সাথে একমত হয়ে হান্ডালা [6] আর তার চাবিকে (ফেরত আসার চাবি) এডোয়ার্ড সাঈদের [7] দেয়ালচিত্র থেকে বাদ দিয়েছেন।

এসেফজিউপিএস এর প্রিয় সদস্যরাঃ

আপনারা ইহুদিদের সাথে যে সমঝোতা করেছেন যার ফলে হান্ডালা আর তার চাবি দেয়ালচিত্র থেকে বাদ পড়েছে তার সাথে আমি তীব্রভাবে দ্বিমত পোষন করছি। জিওনিস্টদের খুশি করার জন্য জিউপিএস বোকার মত এমন একটা দেয়ালচিত্রে রাজি হয়েছে যেখানে প্যালেস্টাইনের প্রান, দেশে ফেরার পবিত্র অধিকার যা হান্ডালার চাবি ধরে থাকার মধ্যে প্রকাশিত তা ওই চিত্রে থাকবে না। সমঝোতার পরিবর্তে জিউপিএস যদি তাদেরকে বোঝাত যে ফিলিস্তিনিদের দেশে ফেরার অধিকার আন্তর্জাতিক আইনের ইউনিভার্সাল ডিক্লারেশান অফ হিউমান রাইটের অনুচ্ছেদ ২, ধারা ১৩ তে লিপিবদ্ধ তাহলে মনে হয় ভালো হত।

বেইট ফুরিক চেকপয়েন্টে একদিনের [3] বর্ণনা দিয়েছেন ফ্রম অকুপাইড প্যালেস্টাইন, উইথ লাভ ব্লগ:

আজকে ৪-৫ ঘন্টা অপেক্ষার পর ক্রসিংয়ের মধ্য দিয়ে দিয়ে এক দল লোক দৌড় দিয়েছিল আর সৈন্যরা তাদের দেখে ফেলার পরও থামেনি। শাস্তি হিসাবে বাকি চারশ লোকের জন্য বর্ডার বন্ধ করে দেয়া হয়। আমরা ওদের সাথে তর্ক করায় আর ওখানের দায়িত্ব পালনরত ইজরায়েলি কর্তৃপক্ষকে খবর দেয়ায় তারা আবার বর্ডার খুলে দিয়েছিল। আমরা যখন চলে আসছি কয়েকজন ফিলিস্তিনি আমাদের কাজ করে দিচ্ছিল, খোঁজ করছিল কাদের তাড়াতাড়ি পার হতে হবে আর তাদের হয়ে সৈন্যদের কাছে সুপারিশ করছিল। আমাদের সংখ্যা বাড়ছে …

ইজরায়েইলি লবি দ্বারা একজন ছাত্রের ভবিষ্যত নষ্ট করার প্রচারনা [2]নিয়ে লিখেছেন দ্যা ফ্যানোনাইট:

এটা মজার না যে, যারা আমেরিকার মৃদু সমালোচনা করা ছাত্রদের বাক স্বাধীনতা রোধ করে দিয়েছেন তারাই সেন্সরশিপ নিয়ে চিৎকার করবেন যখন ব্রিটিশ ছাত্ররা ইজরাইলকে বয়কট প্রস্তাব করবে? ডান আর বামপন্থীদের দ্বারা লেখা চুরির অভিযোগ আলেন ডারশউইটজকে কয়েক মাস আগে লজ্জ্বিত করার পর এবং নরমান ফিঙ্কেলস্তাইনকে আর থাকার অনুমতি না দেয়ার প্রচারনার পর ইসজরায়েলি লবি এখন নতুন প্রচারনা চালাচ্ছে নাদিয়া আবু এল-হাজ এর বিরুদ্ধে যে ইজরায়েলকে সমালোচনা করে গবেষনা করেছে।

ফিলিস্তিনি হিসাবে নিজের ব্যক্তিগত/রাজনৈতিক উভয় সংকটের কথা [8] রেইজিং ইউসুফ, আনপ্লাগড ব্লগ এ লায়লা লিখেছেনঃ

জিনিষটির অযৌক্তিকতা বুঝতে মানুষের আর কি লাগবে আমি জানি না। মানে দখলকৃত লোকদের উপর অবরোধের যুক্তি কি? আর তাদেরকে আগ্রাসন বন্ধ করতে বলা হচ্ছে যখন আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহৎ বাহিনীকে আবার ৩০ মিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে?

আর আমি শুধুমাত্র আমেরিকার কথা এখানে বলছিনা। আমি আমাদের আরব সরকারের কথাও বলছি যারা প্রথম দিন থেকে আমেরিকার নির্দেশে হামাসকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে। হ্যা, সারা বিশ্ব (আরবরা সহ) একটি সমাজকে ধ্বংস করেছে।

… আরও রাজনীতি

ইজরায়েলকে বয়কট করার প্রচারনা [9] নিয়ে লিখছেন কেববফেস্ট'স উইল ব্লগ:

কখন নাগরিকদের নেতৃত্বে একটা দেশকে বয়কট করা ঠিক বলে মনে হয়?

বিশ্বজুড়ে ছাত্র, সাংস্কৃতিক আর অর্থনীতির লোকদের দ্বারা ইজরায়েলকে বয়কট করায় এই প্রশ্ন উঠেছে। এই প্রক্রিয়ায় আছে আমেরিকা, কানাডা, ইউরোপ আর দক্ষিন আফ্রিকার চার্চ, ইউনিয়ন, পেশাগত গোষ্ঠী আর অন্যান্য গোষ্ঠী। ইজরায়েলের সমর্থকদের কাছ থেকে এই ব্যাপারে নাটকীয় প্রতিক্রিয়া পাওয়া গেছে। আমেরিকার শ্রমিক নেতারা লক্ষ লক্ষ শ্রমিকদের প্রতিনিধিত্ব কারী ব্রিটিশ শ্রমিক ইউনিয়নের নিন্দা করেছে ইস্রাইলের বয়কটকে সমর্থন করার জন্য। আমেরিকার শিক্ষার্থীরা স্বাক্ষর যোগাড় করছে ইজরায়েল বয়কটের বিরুদ্ধে আর আমেরিকার খবরের কাগজে একটি জোর প্রচারনা বিজ্ঞাপন দিয়েছে কিন্তু এতে মানুষের চোখে বিষয়টি আরো ধরা পড়েছে।

অন্যান্য:

কেববফেস্ট থেকে একটি পোস্ট [10] মধ্যপন্থী মুসলিমদের কন্ঠ প্রসঙে:

মিডিয়ের একটা একটা সাধারন হতাশা আর বন্ধুদের মধ্যে একটি প্রশ্ন যে মধ্যপন্থী মুসলমানদের কন্ঠগুলো কোথায়? আমি আশা করি যে কেউ অবাক হবেন না, কিন্তু ইংরেজিতে আপনারা দেখতে পান না মানে এই না যে এটির অস্তিত্ব নেই (মেম্রি ব্লগ একটা খুতখুতে)।

সাম্প্রতিক জরডান -ইরাকি অবস্থা নিয়ে [11] লিখেছেন আরাবিস্ক রেপ্সডি আরবি ব্লগেঃ

আমি একটা উপসংহারে এসেছি, আসলে এটি একটি গভীর চিন্তা।

মানুষ, যারা জীবিত , তাদের মধ্যে কিছু একটা আছে। আমার মনে হয় এটাকেই সহজাত প্রবৃত্তি বলে আর এর ফলেই যখন কাউকে আক্রমন করা হয় সে আত্মরক্ষা করতে চায় আর এমন কিছু কথা বলে যার বাস্তবতার সাথে মিল নেই, এটি শুধু প্রতিরোধ…

সোল ব্লসম প্রয়াত প্যালেস্টিনি লেখক, শিল্পী আর সাংবাদিক ঘাসসান কানাফানির [12] কথা লিখেছেনঃ

আমি ভালবাসি কানাফানি [13] যে ভাবে সব ফিলিস্তিনিদের কষ্টকে প্রকাশ করেছেন – শুধু শারীরিক নয় বরং অনেকটাই মানসিক – আর ইজরায়েলের বিরুদ্ধে যারা যায় তাদের জন্য অপেক্ষা করা ভাগ্য। আপনার কাঁদতে ইচ্ছে করবে যখন আপনার মনে হবে যে ঘটনাগুলো ঘটছে।

ফ্যানোনাইট ভ্রমন লেখক সোয়েন লিন্ডকুয়িস এর সাথে তার সাক্ষাতের কথা লিখেছেন [14]:

মঙ্গলবার এডিনবার্গ বই উৎসবে সোয়েন লিন্ডকুয়িস্ট এর সাথে আমার সাক্ষাত হয়েছে। জজ মনবয়েট তাকে পৃথিবী পালটানো লেখক বলে মন্তব্য করেছেন। লিন্ডকুয়িস্ট অনেক বই লিখেছেন যাতে ইউরোপীয় সাম্রাজ্যবাদের রক্তাক্ত ইতিহাস বর্ণিত আছে, তার সাথে জড়িত বুদ্ধিগত প্রতারনা আর তার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব ওইসব অঞ্চলের উপর যেগুলো তিনি ভ্রমন করেছেন এইসব উঠে এসেছে তার লেখায়। নিজেকে ভ্রমন লেখক বলে দাবি করা লিন্ডকুয়িস্ট স্বচ্ছন্দে পার হয়ে যান ভ্রমনের ভৌগোলিক আর ক্ষনস্থায়ী ডাইমেনসন এর মধ্য দিয়ে।