খাবগার্দ ব্লগ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ইরানী কোর্টে অচিরেই বিচার হবে পুরস্কার প্রাপ্ত লেখক ইয়াঘুব ইয়াদালীর তার উপন্যাস “অস্থিরদের ব্যবহার” এর জন্য। তার উপন্যাসটি ইরানী কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই দু বছর আগে প্রকাশিত হয়েছিল এবং বেশ কটি পুরস্কার পেয়েছিল। মনে হচ্ছে কিছু লোক তার উপন্যাসের কয়েকটি বাক্য নিয়ে নালিশ করেছেন। উক্ত ব্লগার বলছেন যে ইরানের ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম এবং দেশের লেখকদের উপর এটি ঋণাত্মক প্রভাব ফেলবে। ইয়াদালী এ জন্যে ইতিমধ্যে ৪০ দিনের জেল খেটে ফেলেছেন।