তিউনিসিয়েন ডক্টর ব্লগ জানাচ্ছে যে ইজরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ প্রচেষ্টা নিয়ে হেজবুল্লাহ একটি ভিডিও গেম প্রকাশ করেছে যার টাইটেল হচ্ছে “স্পেশাল ফোর্স টু: টেল অফ দ্যা ট্রুথফুল”। এই গেমে খেলোয়াররা শত্রুদের মেরকাভা ট্যান্কের সাথে সম্মুখ যুদ্ধে নামে এবং এই যুদ্ধগুলো গত জুলাই ২০০৬ এর ইজরায়েল কর্তৃক লেবানন আক্রমন অবলম্বনে নির্মিত। এটি আরবী, ইংরেজী, ফরাসী ও ফার্সী ভাষায় খেলা যায়।