- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তুরস্ক জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেসকে ব্লক করেছে

বিষয়বস্তু: তুরস্ক, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা

জনপ্রিয় এবং বিনামূল্যের ব্লগিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস.কমকে [1] তুরস্কতে ব্লক করা হয়েছে [2]। তুরস্ক থেকে যারা এই সাইটটিতে হোস্ট করা ব্লগগুলো দেখতে চাচ্ছেন তারা এই বার্তাটি দেখতে পাচ্ছেন:

“টি. সি. ফেইথ টু সিভিল কোর্টের সিদ্ধান্ত নং ২০০৭/১৯৫ অনুযায়ী এই সাইটে প্রবেশাধিকার রহিত করা হয়েছে”

“আমি আন্দাজ করতে পারিনি তুরস্কে চীনের মত একটি বড় ফায়ারওয়াল রয়েছে। এটি খুবই অনাকাঙ্খিত কারন আমাদের সাইটে খুবই আবেগপ্রবন তুর্কী সম্প্রদায় রয়েছেন যাদের সাইটগুলো কোটিরও বেশীবার পড়া হয়,” ওয়ার্ডপ্রেসের মুল উদ্দোক্তা ম্যাথিউ মালেনওয়েগ [2] বলেছেন।