মেডেলিন, কলম্বিয়া: রেসিপি

‘লা রেসাটা’ (রেসিপি) – মেডেলিন কলম্বিয়ায় হাইপারবাররিও আয়োজিত রাইজিং ভয়েসেস প্রকল্পের কর্মশালায় অংশগ্রহনকারীদের তৈরি একটি ভিডিও প্রডাকশন। বাংলা ছাড়া অন্য ভাষায় সাবটাইটেল দেখতে চাইলে ভিডিও প্লেয়ারটির ডানদিকের নীচের দিককার তীরচিহ্নে চাপ দিন।

আমাদের গত পডকাস্টে মেডেলিন কলম্বিয়ায় হাইপারবাররিও প্রকল্পকে উপস্থাপন করেছিলাম। এতে জর্জ মনটোয়া লা লোমা সান জেভিয়েরের শ্রমিক শ্রেনীর ছেলেমেয়েদের প্রদত্ত প্রশিক্ষনকে মেডেলিনের ১৬তম “যুবাদের যোগাযোগ সেমিনার” এর অংশ হিসেবে ঘোষনা করেছেন। এর ওয়েবসাইট অনুযায়ী সপ্তাহব্যাপী এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে “শহরের মানুষের মধ্যে বৈপরীত্বগুলোকে মেনে নিয়ে সহাবস্থান এবং এই অভিব্যাক্তিকে সবার মাঝে ছড়িয়ে দেয়া”। জর্জ এই কর্মশালাটি পরিচালনা করেছেন এবং সপ্তাহ শেষে দেখা গেছে প্রতিটি অংশগ্রহনকারী নিজস্ব ব্লগ খুলেছে। তারা সবাই মিলে একটি গ্রুপ ব্লগও খুলেছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই কর্মশালায় তাদের অভিজ্ঞতা নিয়ে একটি সৃজনশীল ভিডিও প্রকাশ করেছে যা আপনারা উপরে দেখতে পাচ্ছেন।

যুব প্রশিক্ষনার্থীদের এই ভিডিওটি উইন্ডোজ মুভি মেকার দ্বারা তৈরি। এতে দেখা যাচ্ছে তারা সেই রেসিপির বর্ণনা করছেন যাতে ব্লগের মত অংশগ্রহনকারী টুলগুলো দিয়ে শহরজুড়ে যোগাযোগ ব্যবস্থার কিরকম উন্নতি করা যায়। এই ভিডিও ক্লিপটির শেষের দিকে অংশগ্রহনকারীদের নিজস্ব ব্লগগুলোর স্ক্রীনশট প্রদর্শিত হয়েছে (লিন্কগুলো কর্মশালা ওয়েবসাইটের ডান দিকের সাইডবারে রয়েছে)।

আমি জিজ্ঞেস করেছিলাম জর্জকে যে কিভাবে তারা ভিডিও ক্লিপটি বানিয়েছে:

যখন সবকিছুর পরিকল্পনা করা হলো তখন তারা টিভির গতানুগতিক রান্নার প্রোগ্রামের মত করে একটি সেট তৈরি করল। আমরা এক ঘন্টা ধরে ভিডিওটি রেকর্ড করলাম এবং উইন্ডোজ মুভি মেকারের সাহায্যে এটি সম্পাদনা করা শুরু করলাম। কিছু ছবি যোগ করলাম এবং শেষভাগে সব অংশগ্রহনকারীদের ব্যক্তিগত ব্লগ পড়ার আমন্ত্রন জানিয়ে ভিডিওটি শেষ করলাম।

আমরা সবাই এই অভিজ্ঞতাকে উপভোগ করেছি। আমরা প্রান খুলে হেসেছি এবং আমার মনে হয় যে আমাদের মৌলিক উদ্দেশ্যটি ছিল যে নিজে জানা এবং সবাইকে জানানো। সবাইকে ব্লগের প্রযুক্তিগত বিষয় সম্পর্কে ধারনা দেয়ার আগে এই ধারনাটাই তাদের মধ্যে ছড়িয়ে দেই। ব্লগ কিভাবে শুরু করতে হবে এ সম্পর্কে এমনিতে প্রচুর তথ্য পাওয়া যায়। আমরা একটি নতুন কিছু করতে চেয়েছি, সবার জন্যে বোধগম্য একটি ভাষায়, এবং সবার মধ্যে এ সম্পর্কে আগ্রহ জাগিয়ে।

যদিও পোস্টগুলো সবই হচ্ছে স্প্যানিশ ভাষায়, হাইপারবাররিও প্রকল্পের অধিকাংশ অংশগ্রহনকারীই তাদের শহরের ছবি যুক্ত করেছে। কিছু উদাহরন নিন্মে দেয়া হলো:

আমি নিশ্চিত যে আমাদের মতই এই নতুন ব্লগাররা তাদের কর্ম সম্পর্কে মুল্যায়ন বা ফিডব্যাক পেলে আনন্দিত হবে। সারা বিশ্ব থেকে এমনকি সাধারন শুভেচ্ছাও তাদের অনুপ্রানিত করবে।

ডটসাব ব্যবহার করে আপনারা এই ভিডিওর ট্রান্সক্রিপ্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করে সাবটাইটেল হিসেবে প্রদর্শন করতে পারবেন। শুধু আপনাকে রেজিস্টার করতে হবে একটি একাউন্টের জন্যে এবং কোন ভাষায় অনুবাদ করবেন তা নির্বাচন করবেন ভিডিও পাতার ডানদিক থেকে। আমি একটি ছোট স্ক্রিনশট বানিয়েছি যাতে বর্ণনা করা রয়েছে কিভাবে ডটসাব ব্যবহার করে ভিডিওর ট্রান্সক্রিপ্ট অনুবাদ ও একে সাবটাইটেল হিসেবে প্রদর্শন করা যায়।

বাংলা সাবটাইটেল: অপর্না রায়

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .