যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবারে উপস্থাপন করছি দু-ভাগে বিভক্ত পডকাস্টের দ্বিতীয় কিস্তি। এতে বর্ণনা করা হয়েছে মেডেলিন, কলম্বিয়া সম্পর্কে এবং কিভাবে হাইপারবাররিও প্রকল্পটি শহরের নতুন পাঠাগার নেটওয়ার্ক সদ্ব্যবহার করে উত্তরের পাহাড়ের শ্রমিক শ্রেনীর ছেলেমেয়েদের সিটিজেন মিডিয়া টুলগুলোর প্রশিক্ষন দিচ্ছে।
আজকের পডকাস্টে আমরা আলাপ করছি:
ব্যাকগ্রাউন্ড সঙীত হিসেবে রয়েছে হিজবয়এলরয়ের “রিজল্ভ“। এটি পাওয়া যাবে সিসিমিক্সার সাইটে একটি ক্রিয়েটিভ কমন্স ননকমার্স স্যাম্পলিং প্লাস লাইসেন্সের অধীনে।
আপনারা হাইপারবাররিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন রাইজিং ভয়েসেস উইকিতে তাদের স্পেসে গিয়ে। আপনারা যদি স্প্যানিস ভাষা বোঝেন তাহলে সান্তো দোমিয়াঙো আর লা লোমা সান জাভিয়েরের কর্মশালাগুলোতে অংশগ্রহনকারীদের ব্লগগুলো পড়ে দেখতে পারেন। আলভারো রামিরেজ লা লোমার কনভারজেনতে কর্মশালায় অংশগ্রহনকারীদের ব্লগগুলোর একটি চমৎকার সারাংশ তৈরি করেছেন।
আগামী সপ্তাহগুলোতে আমরা এইসব ব্লগগুলোর লেখা ইংরেজীতে অনুবাদ করব এবং গ্লোবাল ভয়েসেস এ পোস্ট করব।
আপনি গ্লোবাল ভয়েসেসের পডকাস্টগুলোর গ্রাহক হতে চাইলে (বিনামূল্যে) নিন্মের যে কোন লিন্কে ক্লিক করুন:
[display_podcast]
Podcast: Play in new window | Download