চীনে শেনঝেনই হবে প্রথম শহর যেটি ট্রাফিক জ্যাম কমানোর জন্যে গাড়ী চালানো নিরুৎসাহিত করতে ট্রাফিক ফি নামে একটি নতুন কর আরোপ করছে। মাই ১৫১০ ব্লগের ওয়েই ইইং জি এ ব্যবস্থার সাথে দ্বিমত পোষন করছেন এবং যুক্তি দেখাচ্ছেন যে এই দেশে জীবন যাত্রার ব্যয় অত্যাধিক বেড়ে গেছে এই সমস্ত রোড ফি আরোপের জন্যে (বিশ্বের টোলযুক্ত সড়কের ৭০%ই হচ্ছে চীনদেশে)।